১০ এপ্রিল পর্যন্ত দিল্লির গাজিয়াবাদে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে

- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক : দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে শনিবার অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু করে টানা নয়দিন বন্ধ থাকবে সব মাংসের দোকান। যেহেতু সামনেই নবরাত্রি,তাই নবরাত্রিকে উপলক্ষ করে এই সিদ্ধান্ত নিয়েছে গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত নবরাত্রি উৎসব শুরু হচ্ছে, এই কারণে শহরাঞ্চলের পরিচ্ছন্নতা ব্যবস্থার পাশাপাশি শহরের সব মন্দিরের পরিচ্ছন্নতা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাই নবরাত্রির সময় শহরের সব মাংসের দোকান আগামী ৯ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে মেয়রের কার্যালয় থেকে।
এ ব্যাপারে করপোরেশনের টিম শহরে ঘুরে ঘুরে দেখছে এবং যেসব মাংসের দোকান এখনও খোলা রয়েছে সেগুলি বন্ধ করে দিচ্ছে। ৯ দিন ধরে ভক্তরা দেবীর বিভিন্ন রূপের পূজা করেন। এমন পরিস্থিতিতে মাংস বিক্রির কারণে মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় প্রশাসন। আরডিসিতে অবস্থিত প্রায় ১২টি দোকান বন্ধ করা হয়েছে। এছাড়াও, বিজয়নগর এলাকায় ১২ টিরও বেশি মাংসের দোকান প্রশাসন বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য যে হিন্দু ধর্ম অনুসারে, এই ৯ দিনে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। এরপর বালিকা পূজার মাধ্যমে নবরাত্রি উদযাপন শেষ হয়। এই দিনগুলিতে বেশিরভাগ মানুষ উপবাস রেখে দেবী ভগবতীর পূজা করে। এইদিনগুলোতে উপবাস থাকা মানুষজনেরা যদি আমিষ খেতে দেখেন তাহলে তাদেরও উপোস ভেঙে গেছে বলে মনে করা হয়। তাই এই বিষয়টি মাথায় রেখেই গাজিয়াবাদে সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে বলে জানা যায়।