তীব্র তুষার ঝড়ের কবলে আমেরিকা , ৪,৪০০ ফ্লাইট বাতিল

- আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ তীব্র তুষার ঝড়ে তামপাত্রা বিপজ্জনক ভাবে নেমে যেতে থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে আমেরিকা ও কানাডা। এ সময় মানুষের দেহের খোলা অংশগুলো ১০ মিনিটের মধ্যে ফ্রস্টবাইটের শিকার হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শনিবার থেকে আমেরিকায় বড়দিনের ছুটি শুরু হতে চলেছে।
এই ছুটির অপেক্ষায় থাকা প্রায় ১৭ কোটি ৭০ লক্ষ মার্কিনিকে শীতকালীন ঝড় ও ফ্রস্টবাইট নিয়ে সতর্ক করা হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, আর্কটিক অঞ্চল থেকে ধেয়ে আসা বিশাল একটি তুষার ঝড়ের কারণে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে নেমে যাবে।
প্রবল শীত ঝড়ের কারণে বৃহস্পতি ও শুক্রবার, ২ দিনে আমেরিকাজুড়ে ৪,৪০০রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহের কারণে অঞ্চলটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঠান্ডা ক্রিসমাস দেখতে পারে। আবহাওয়া বিভাগ বলেছে, শনিবার ও রবিবার দেশের কিছু অংশের তাপমাত্রা মাইনাস ৪৫ থেকে মাইনাস ৫৫ সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষজ্ঞদের সতর্কতা, আইওয়া অঙ্গরাজ্যের রাজধানীতে ফ্রস্টবাইট বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।
উল্লেখ্য, রক্ত প্রবাহ কমে গেলে ফ্রস্টবাইট হয়। প্রায়ই নাক, গাল, হাত ও পায়ের আঙ্গুলের মতো প্রান্তীয় অংশগুলো ফ্রস্টবাইটের শিকার হয়। উষ্ণ রক্তের অভাবে টিস্যুগুলো জমে গিয়ে ফেটে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে এগুলো কেটে ফেলতে হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, শীতকালীন এই ঝড় ‘বম্ব সাইক্লোনের’ রূপ নিতে পারে।
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এটি সাধারণ তুষারপাতের দিনের মতো নয়, এটি গুরুতর ব্যাপার।’ তুষার ও প্রবল বাতাসের কারণে আমেরিকার মধ্যাঞ্চল ও কানাডায় ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।