ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকা ও ইসরাইল

- আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 14
আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু
পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আমেরিকার নিউজার্সির ওশেন কাউন্টির ১৩ হাজার একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ইসরাইলের জেরুজালেম-সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়ছে তীব্র আগুন। দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Pahalgam Terror Attack: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইলও। তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। আগুনে ৯ জন আহত হয়েছে বলে খবর। হেলিকপ্টারসহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।