৫ গুণ বেশি পুলিশি হয়রানির শিকার মার্কিন মুসলিমরা

- আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 5
পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকায় বসাবসরত মুসলিমরা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় পাঁচ গুণ বেশি পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে মুসলিম প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা কালো, মধ্যপ্রাচ্য থেকে আসা, আরব বা উত্তর আফ্রিকান তারা বেশি হয়রানির শিকার হচ্ছেন।
শ্বেতাঙ্গ মুসলিমদের তুলনায় তাদের বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। টেক্সাসের রাইস বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সোস্যাইটি ফর দ্য স্টাডি অফ সোশ্যাল প্রবলেমে এ সমীক্ষা প্রকাশিত হয়। বলা হয়, প্রাপ্তবয়স্ক অমুসলিম মার্কিনিদের তুলনায় পাঁচ গুণ বেশি পুলিশি হয়রানির শিকার হচ্ছে মুসলিমরা।
এ তথ্যটি ২০১৯ সালে করা এক্সপেরিয়েন্স উইথ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন স্টাডির (ইআরডিএস) সমীক্ষা থেকে এসেছে। ধর্মের কারণে শত্রুতা, বৈষম্য ও ধর্মীয় কারণে ক্ষতির শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা যাচাই করা হয়েছে সমীক্ষায়।
দেখা গেছে, মুসলিম সম্প্রদায় ও পুলিশের মধ্যে সম্পর্ক সবসময়ই উত্তেজনাপূর্ণ থেকেছে। এমনকি কোনও হয়রানি থেকে বাঁচতে মুসলিমরা পুলিশি সহায়তা চাইলেও তা মিলছে না। উল্টে পুলিশ মুসলিমদের হেনস্থা করছে।
রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, নাইন-ইলেভেন পরবর্তী ভূ-রাজনৈতিক পরিবেশ পুলিশ ও মুসলিম আমেরিকান সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। অনেক মার্কিন মুসলিম অনলাইন ট্র্যাকিং, বিমানবন্দরের নিরাপত্তা, নিয়মিত যাতায়াত বা ধর্মীয় স্থানগুলোতে রাষ্ট্র-অনুমোদিত পুলিশি নজরদারির ভয়ে আছেন।
আরও পড়ুনঃ‘আমি ভারতীয়দের ঘৃণা করি, কেন এসেছ আমেরিকায়, চলে যাও দেশে’ … বলেই মার, ভাইরাল ভিডিও
মিনা-গোষ্ঠী হিসেবে পরিচিত মুসলিমরা বিশেষভাবে জানিয়েছেন, তারা সবচেয়ে বেশি পুলিশি হয়রানির শিকার হয়েছেন। তাদের প্রায় ৩৫ শতাংশ এই হয়রানির শিকার হয়েছেন। তবে শ্বেতাঙ্গ মুসলিমদের কাছ থেকে পুলিশি হয়রানির তেমন অভিযোগ পাওয়া যায়নি।
কৃষ্ণাঙ্গ মুসলিমদের ২৩ শতাংশেরও বেশির হয়রানির অভিজ্ঞতা রয়েছে। এ হার মিনা-গোষ্ঠীর ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ। এই গবেষণার প্রধান গবেষক ও রাইস বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের পিএইচডি ছাত্র জওহারা ফার্গুসন বলেন, ‘আমরা বিশ্বাস করি এই বিষয়গুলি জানা গুরুত্বপূর্ণ, এবং এটি পুলিশি হয়রানির ঘটনায় ধর্ম এবং বর্ণের মধ্যে সংযোগগুলো বুঝতে আমাদের সাহায্য করতে পারে।’