১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি অস্ত্র কিনবে না আমিরশাহী

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 7

পুবের কলম,ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী ও ইসরাইলের সম্পর্কে ফাটল! ইসরাইলি মিডিয়ায় খবর প্রকাশ,  নেতানিয়াহু সরকার সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেসব তৎপরতা চালিয়েছে তা নিয়ে ক্ষুব্ধ আমিরশাহী। এর জেরে ইসরাইলের কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি।

ইসরাইলি মিডিয়ায় দাবি, নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড আমিরশাহীকে ক্ষুব্ধ করেছে। বিশেষ করে ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির নির্দেশে আল,আকসা মসজিদে হামলা, ফিলিস্তিনের হুওয়ারা শহরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিতে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের আহ্বানের ঘটনায় ক্ষুব্ধ আবু ধাবি।

সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ বলেছেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছেন;এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করতে পারব না।’ তবে ইসরাইল ও সংযুক্ত আমিরশাহীর মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত আছে। উল্লেখ্য, সম্প্রতি আমিরশাহী সফর স্থগিত করেন নেতানিয়াহু। এরপরই ইসরাইলি প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিলের কথা জানায় আবু ধাবি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি অস্ত্র কিনবে না আমিরশাহী

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী ও ইসরাইলের সম্পর্কে ফাটল! ইসরাইলি মিডিয়ায় খবর প্রকাশ,  নেতানিয়াহু সরকার সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেসব তৎপরতা চালিয়েছে তা নিয়ে ক্ষুব্ধ আমিরশাহী। এর জেরে ইসরাইলের কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি।

ইসরাইলি মিডিয়ায় দাবি, নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড আমিরশাহীকে ক্ষুব্ধ করেছে। বিশেষ করে ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির নির্দেশে আল,আকসা মসজিদে হামলা, ফিলিস্তিনের হুওয়ারা শহরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, গ্রামটিকে নিশ্চিহ্ন করে দিতে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের আহ্বানের ঘটনায় ক্ষুব্ধ আবু ধাবি।

সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ বলেছেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছেন;এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করতে পারব না।’ তবে ইসরাইল ও সংযুক্ত আমিরশাহীর মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত আছে। উল্লেখ্য, সম্প্রতি আমিরশাহী সফর স্থগিত করেন নেতানিয়াহু। এরপরই ইসরাইলি প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিলের কথা জানায় আবু ধাবি।