ঘন কুয়াশার জের, গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ শাহর বিমানের
- আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক:ঘন কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমান।
বুধবার রাতে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানটি । হোটেল রেডিসন ব্লুতে বুধবার রাত কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার তিনি আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামার কথা ছিল আগরতলার বীরবিক্রম বিমানবন্দরে। কিন্তু ঘন কুয়াশার জেরে প্রচন্ড কমে যায় দৃশ্যমানতা। তাই আগরতলায় অবতরণ করতে না পেরে শেষ পর্যন্ত গুয়াহাটিতে নামতে বাধ্য হয় শাহর বিমান।
এইবছরই উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা ও মেঘালয়তে বিধানসভার নির্বাচন। তাই প্রচারের তৎপরতাও তুঙ্গে। শাহ ত্রিপুরাতে দু’টি রথযাত্রা উদ্বোধন করবেন । প্রথমটি উত্তর ত্রিপুরা জেলা থেকে এবং অন্যটি দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু হবে । উত্তর ত্রিপুরা জেলায় একটি জনসভা করার কথাও রয়েছে তাঁর। দুপুরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে বৃহস্পতিবারেই উড়ে যাবেন দিল্লি।