পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে পঞ্জাবে এনকাউন্টার! খতম অমৃতসরের (AMRITSAR) মন্দিরে গ্রেনেড হামলাকারী। পলাতক আরও একজন। মঙ্গলবার ভোরে পঞ্জাব পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত গুলির লড়াইয়ে গুরুতর আহত হন গুরসিদক সিংহ নামে ওই যুবক। পরে মৃত্যু হয়েছে তার। তবে বিশাল নামে ওপর হামলাকারী কোনওভাবে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়েছে। পলাতোকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার ৷ তিনি জানান, গত ১৫ মার্চ খান্ডওয়ালার এক মন্দিরে গ্রেনেড হামলা চালানো হয়েছিল ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই বাইক আরোহী মন্দিরের সামনে এসে বোমা ছুড়ে পালিয়ে যায় ৷ তাদের হাতে একটি পতাকাও ধরা ছিল। বাইক থেকে এক দুষ্কৃতী নেমে দাঁড়ায়। অন্য দুষ্কৃতী বাইকেই বসে ছিল। কিছুক্ষণ পর প্রথম দুষ্কৃতী মন্দিরের (AMRITSAR) দিকে গ্রেনেড ছোড়ে। তারপরই দ্রুত বাইক চালিয়ে চম্পট দেয় দুজনে। প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরে জোরালো বিস্ফোরণ ঘটে।
READ MORE: শপথ নিলেন বিচারপতি Joymalya Bagchi
পুলিশ দুই অভিযুক্তকেই শনাক্ত করে তাদের গ্রেফতার করার চেষ্টা চালানো হয় ৷ এদিন তাঁদের কাছে খবর আসে মন্দিরে (AMRITSAR) হামলার অভিযুক্তরা রাজাসানসি এলাকায় মোটরবাইকে করে ঘোরাঘুরি করছে। বিশেষ দল গঠন করে শুরু হয় অভিযান। বন্ধ করে দেওয়া হয় সমস্ত রাস্তা।
অভিযুক্তদের মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে আক্রমণের মুখে পড়তে হয় পুলিসকে। তারপরেই শুরু গোলাগুলির লড়াই। আততায়ীদের গুলিতে দুই পুলিশকর্মী জখম হন। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে গুরসিদকের গায়ে গুলি লাগে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।