০৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষণের শিকার, সংসদে চাঞ্চল্যকর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক : গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষণের শিকার হন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুসারে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতে ২১৫৬ মহিলা ধর্ষণের শিকার হয়েছেন।

ভোট প্রচারে বিজেপি নেতাদের দাবি গুজরাত মহিলাদের জন্য একটি নিরাপদ রাজ্য। সেখানে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা সংসদে এই ধরনের রিপোর্ট অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই রিপোর্টের ভিত্তিতে বিরোধীদের কটাক্ষের নিশানায় বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষিত হয়, ৬ জনের বেশি মহিলা অ্যাসিড হামলার শিকার, এক বছরে খুন হয়েছে ২৬০ জন মহিলা।
লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী  গুজরাতে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২১৫৬ জন মহিলা।

প্রতি বছর আনুমানিক ৫৫০টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। বর্তমানে রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতনের ঘটনা বাড়ছে। বিগত চার বছরে প্রায় ৩,৭৬২ জন মহিলা হেনস্থা সহ প্রতি মাসে নানাভাবে আক্রমণের শিকার গড়ে ১০০ জনের বেশি মহিলা।

যদিও গুজরাত সরকারের দাবি, এই রাজ্যে মহিলাদের উপর অ্যাসিড হামলার ঘটনাগুলি নগণ্য। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতে মোট ২২টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। গুজরাতে প্রতি বছর গড়ে ৬ জন মহিলার ওপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ছাড়াও এছাড়াও রাজ্যে বেড়েছে গণধর্ষণের মতো ঘটনা। ২০১৮ সালে ৮টি গণধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ২০২১ সালে ১৭টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। বিগত চারবছরে গণধর্ষণের ঘটনা ঘটেছে ৫৬টি।
স্বরাষ্ট্র মন্ত্রকের উপস্থাপিত পরিসংখ্যান নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলি একযোগে বিজেপি সরকারকে নিশানা করেছে।

কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশি বলেছেন বিজেপি দাবি করছে, গুজরাত মহিলাদের জন্য একটি নিরাপদ রাজ্য। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বিজেপি নেতাদের দাবিগুলিকেই মিথ্যা প্রমাণ করছে। গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রক দুর্নীতির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বিজেপি বিরোধী দলগুলির উপর গুপ্তচরবৃত্তি করতে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে, তাই মহিলাদের নিরাপত্তার দিকে খেয়াল নেই তাদের। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মহিলারা গুজরাতে নিরাপদ নয়।

মনীশ দোশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বিজেপি সরকার মহিলাদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ না নেয়, তবে কংগ্রেস মহিলাদের সুরক্ষার জন্য সরকারের বিরোধিতা করতে রাস্তায় নামবে। পাশাপাশি আপ-এর মুখপাত্র যোগেশ জাদভানি বিজেপিকে কটাক্ষ করে বলেন, গুজরাত নির্বাচনে বিজেপির বেশিরভাগ নেতা দাবি করেছিলেন এই রাজ্যে মহিলারা এতটাই নিরাপদ যে, তারা রাত দুটোর সময়েও বাড়ি থেকে বের হতে পারেন। কিন্তু প্রতিদিনই খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় কিভাবে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। আর অপরাধ তখনই বাড়ে যখন অপরাধীরা পুলিশ বা আইনকে ভয় পায় না

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষণের শিকার, সংসদে চাঞ্চল্যকর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক : গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষণের শিকার হন। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুসারে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতে ২১৫৬ মহিলা ধর্ষণের শিকার হয়েছেন।

ভোট প্রচারে বিজেপি নেতাদের দাবি গুজরাত মহিলাদের জন্য একটি নিরাপদ রাজ্য। সেখানে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা সংসদে এই ধরনের রিপোর্ট অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই রিপোর্টের ভিত্তিতে বিরোধীদের কটাক্ষের নিশানায় বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গুজরাতে প্রতি মাসে গড়ে ৪৫ জন মহিলা ধর্ষিত হয়, ৬ জনের বেশি মহিলা অ্যাসিড হামলার শিকার, এক বছরে খুন হয়েছে ২৬০ জন মহিলা।
লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী  গুজরাতে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২১৫৬ জন মহিলা।

প্রতি বছর আনুমানিক ৫৫০টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। বর্তমানে রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতনের ঘটনা বাড়ছে। বিগত চার বছরে প্রায় ৩,৭৬২ জন মহিলা হেনস্থা সহ প্রতি মাসে নানাভাবে আক্রমণের শিকার গড়ে ১০০ জনের বেশি মহিলা।

যদিও গুজরাত সরকারের দাবি, এই রাজ্যে মহিলাদের উপর অ্যাসিড হামলার ঘটনাগুলি নগণ্য। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতে মোট ২২টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। গুজরাতে প্রতি বছর গড়ে ৬ জন মহিলার ওপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ছাড়াও এছাড়াও রাজ্যে বেড়েছে গণধর্ষণের মতো ঘটনা। ২০১৮ সালে ৮টি গণধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ২০২১ সালে ১৭টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। বিগত চারবছরে গণধর্ষণের ঘটনা ঘটেছে ৫৬টি।
স্বরাষ্ট্র মন্ত্রকের উপস্থাপিত পরিসংখ্যান নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলি একযোগে বিজেপি সরকারকে নিশানা করেছে।

কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশি বলেছেন বিজেপি দাবি করছে, গুজরাত মহিলাদের জন্য একটি নিরাপদ রাজ্য। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বিজেপি নেতাদের দাবিগুলিকেই মিথ্যা প্রমাণ করছে। গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রক দুর্নীতির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বিজেপি বিরোধী দলগুলির উপর গুপ্তচরবৃত্তি করতে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে, তাই মহিলাদের নিরাপত্তার দিকে খেয়াল নেই তাদের। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মহিলারা গুজরাতে নিরাপদ নয়।

মনীশ দোশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বিজেপি সরকার মহিলাদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ না নেয়, তবে কংগ্রেস মহিলাদের সুরক্ষার জন্য সরকারের বিরোধিতা করতে রাস্তায় নামবে। পাশাপাশি আপ-এর মুখপাত্র যোগেশ জাদভানি বিজেপিকে কটাক্ষ করে বলেন, গুজরাত নির্বাচনে বিজেপির বেশিরভাগ নেতা দাবি করেছিলেন এই রাজ্যে মহিলারা এতটাই নিরাপদ যে, তারা রাত দুটোর সময়েও বাড়ি থেকে বের হতে পারেন। কিন্তু প্রতিদিনই খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় কিভাবে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। আর অপরাধ তখনই বাড়ে যখন অপরাধীরা পুলিশ বা আইনকে ভয় পায় না