পুবের কলম প্রতিবেদক: এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য শুধুমাত্র এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে। সম্প্রতি ৭ ফেব্রুয়ারি বালুরঘাটে এক অঙ্গনওয়াড়ি কর্মীর কাঠের উনুন থেকে আগুন লেগে মৃত্যু হওয়ার ঘটনার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। বাজেট পেশের ঠিক আগের দিন এটি একটি বড়ো ঘোষণা।
মন্ত্রী বলেন, নিজস্ব রান্নাঘর আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্যে রয়েছে ৮১ হাজার ৩২১টি। এই কেন্দ্রগুলিতে এলপিজির কানেকশন দিতে মোট খরচ হবে ৩৭ কোটি ৮১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা। বর্তমানে রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী আর্থিক বছরের মধ্যেঊ এই কাজ শেষ করা হবে।
গত সাত ফেব্রুয়ারি বালুরঘাট রুরাল এলাকায় এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময় ৫৫ বছর বয়সী এক কর্মী কাঠের উনুনে রান্না করার সময় আচমকা তাঁর শাড়িতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এর আগে কখনও এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি। এই দুঃখজনক ঘটনার পরে ওই মৃতকর্মীর পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।