১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বরপক্ষকে কি পণ দিল কনেপক্ষ? পড়ে শোনানো হল মজলিশে, ভাইরাল ভিডিয়ো

সামিমা এহসানা
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
  • / 4

পুবের কলম ওয়েব ডেস্ক: বিয়ের মজলিশে বসে আছে বরপক্ষ ও কনেপক্ষের অতিথিরা। সেখানেই একটি তালিকায় লেখা উপহারের নাম পড়ে শোনাচ্ছেন এক ব্যক্তি। তালিকায় রয়েছে ডাইনিং টেবিল, দুটি গাড়ি, তার মধ্যে একটি মার্সিডিজ বেঞ্জ অন্যটি ফরচুনার। এক কেজি আড়াইশো গ্রাম সোনা ও ৭ কেজি রুপো।

এইসব উপহার বরপক্ষকে দিয়েছে কনেপক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।

অতিথিদেরকে এভাবে কনেপক্ষের দেওয়া উপহারের তালিকা পড়ে শোনানোর ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। এই কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করছে নেটিজেনরা। অনেকে বলছে, এই ধরণের ঘটনা পণপ্রথাকে উৎসাহ দেবে। কেউ বলছে বিয়ের নামে ব্যবসা হচ্ছে। কেউ বা লোভী বলছে বরপক্ষকে। কারোর দাবি, পণ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, তাই ব্যবস্থা নিক পুলিশ।

এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল, আইন করেও থামানো যায়নি পণপ্রথার কালচার। আজও অসহায় কন্যা ও তাদের পিতারা। বেটি বাঁচাও বেটি পড়াও শুধু দেওয়ালেই শোভা পাচ্ছে। তাইতো সাত সমুদ্র পারের রাজকুমারের বাড়ি পৌঁছাতে ভিসার কাজ করছে রাজকুমারির বাবার গড়ে দেওয়া সোনার নৌকা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বরপক্ষকে কি পণ দিল কনেপক্ষ? পড়ে শোনানো হল মজলিশে, ভাইরাল ভিডিয়ো

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিয়ের মজলিশে বসে আছে বরপক্ষ ও কনেপক্ষের অতিথিরা। সেখানেই একটি তালিকায় লেখা উপহারের নাম পড়ে শোনাচ্ছেন এক ব্যক্তি। তালিকায় রয়েছে ডাইনিং টেবিল, দুটি গাড়ি, তার মধ্যে একটি মার্সিডিজ বেঞ্জ অন্যটি ফরচুনার। এক কেজি আড়াইশো গ্রাম সোনা ও ৭ কেজি রুপো।

এইসব উপহার বরপক্ষকে দিয়েছে কনেপক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।

অতিথিদেরকে এভাবে কনেপক্ষের দেওয়া উপহারের তালিকা পড়ে শোনানোর ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। এই কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করছে নেটিজেনরা। অনেকে বলছে, এই ধরণের ঘটনা পণপ্রথাকে উৎসাহ দেবে। কেউ বলছে বিয়ের নামে ব্যবসা হচ্ছে। কেউ বা লোভী বলছে বরপক্ষকে। কারোর দাবি, পণ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, তাই ব্যবস্থা নিক পুলিশ।

এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল, আইন করেও থামানো যায়নি পণপ্রথার কালচার। আজও অসহায় কন্যা ও তাদের পিতারা। বেটি বাঁচাও বেটি পড়াও শুধু দেওয়ালেই শোভা পাচ্ছে। তাইতো সাত সমুদ্র পারের রাজকুমারের বাড়ি পৌঁছাতে ভিসার কাজ করছে রাজকুমারির বাবার গড়ে দেওয়া সোনার নৌকা।