ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে, বেসরকারি বাস – মিনিবাসের সংঘর্ষে জখম অনেক যাত্রী

- আপডেট : ২২ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
- / 4
আইভি আদক, হাওড়া: ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে। গতকাল লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার ফের দুর্ঘটনা ঘটলো দাসনগর থানা এলাকায়। এদিন সকালে দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম বেশ কিছু যাত্রী।
প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে একটি বাস হাওড়া থেকে বাঁকড়ার দিকে যাচ্ছিল এবং অপর আরেকটি বাস বাঁকড়া থেকে হাওড়ার দিকে আসছিল। সেই সময়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা বেশ কিছু যাত্রী গুরুতর আহত হন।ঘটনার খবর জানতে পেরে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। বেশ কিছু জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রশাসনের পক্ষ থেকে দুটি বাসকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দুটি বাসের সংঘর্ষ হল পুরো ঘটনাটি খতিয়ে দেখছে দাসনগর থানার পুলিশ।