২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর, এক পুলিশকর্মী সহ ১০ জন আহত

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর। গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় বার। এবার বিস্ফোরণ স্থল জম্মুর সিদরার বাজালতা এলাকায়। এই ঘটনায় এক পুলিশকর্মী সহ ১০ জন আহত হয়েছে। একদিকে উপত্যকায় ভারত জোড়ো যাত্রা চলছে আর অন্যদিকে কয়েকদিন পরই প্রজাতন্ত্র দিবস। তার আগে জম্মুতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বালি ভরতি একটি ডাম্পার আটকান এক পুলিশ কর্মী। তখনই ডাম্পারের ইউরিয়া ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। ঘটনায় যে পুলিসকর্মী ট্যাঙ্কটি আটকান তিনি জখম হন। তাঁর শরীরে সামান্য কিছু পোড়া আঘাত রয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আহত পুলিসের অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়। এর পিছনে বড়সড় পরিকল্পনা রয়েছে। নাগরোটা থানায় বিস্ফোরক আইনের প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মুর নারওয়াল এলাকা। ওই দুই ঘটনায় আহতের সংখ্যা প্রথমে সাতজন হলেও, পরে তা বেড়ে দাঁড়ায় নয়জন। তবে রাতের বেলা সেরকম ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি। যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, তাই বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর, এক পুলিশকর্মী সহ ১০ জন আহত

আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর। গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় বার। এবার বিস্ফোরণ স্থল জম্মুর সিদরার বাজালতা এলাকায়। এই ঘটনায় এক পুলিশকর্মী সহ ১০ জন আহত হয়েছে। একদিকে উপত্যকায় ভারত জোড়ো যাত্রা চলছে আর অন্যদিকে কয়েকদিন পরই প্রজাতন্ত্র দিবস। তার আগে জম্মুতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বালি ভরতি একটি ডাম্পার আটকান এক পুলিশ কর্মী। তখনই ডাম্পারের ইউরিয়া ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। ঘটনায় যে পুলিসকর্মী ট্যাঙ্কটি আটকান তিনি জখম হন। তাঁর শরীরে সামান্য কিছু পোড়া আঘাত রয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আহত পুলিসের অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়। এর পিছনে বড়সড় পরিকল্পনা রয়েছে। নাগরোটা থানায় বিস্ফোরক আইনের প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মুর নারওয়াল এলাকা। ওই দুই ঘটনায় আহতের সংখ্যা প্রথমে সাতজন হলেও, পরে তা বেড়ে দাঁড়ায় নয়জন। তবে রাতের বেলা সেরকম ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি। যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, তাই বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।