ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভয়ঙ্কর জঙ্গি হামলা পাকিস্তানে। জাফার এক্সপ্রেস অপহরণ ও বহু প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের হামলার শিকার পাকিস্তান। এবার পাক সেনা কনভেয় আক্রমণের দাবি জানাল বালোচ লিবারেশন আর্মি। এদিন বালোচিস্তানের তুরবত অঞ্চলে সেনার কনভয়ে আইইডি হামলা চালায় বালোচ জঙ্গিরা।

চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের (সিপিইসি) উপর দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। বিএলএ দাবি করেছে, ৯০ জনকে হত্যা করেছে তারা। তবে পাক প্রশাসন সূত্রে খবর, এই হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত ২১ জন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder