বিহারে নিহত আরও এক মাওবাদী কমান্ডার

- আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার বিহারের বাঁকা জেলায় নিহত আরও এক মাওবাদী কমান্ডার। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ৩৫ বছর বয়সি ওই মাওবাদী কমান্ডার নিহত হন।নিহত মাওবাদীর নাম রমেশ টুডু ওরফে টেডুয়া। সরকার মাওবাদী নেতার মাথা দাম ধার্য করেছিল ১ লক্ষ টাকা। বিহার ও ঝাড়খণ্ড এলকায় টুডু সক্রিয় ছিলেন। বুধবার বাঁকা জেলার কাটোরিয়া থানার অন্তর্গত কালোথার জঙ্গলে পুলিশ অভিযান চালায়। সেই সময় টুডু এবং তাঁর সহযোগীরা গুলি চালায়। কাটোরিয়া থানার স্টেশন হাউস অফিসার অরবিন্দ রাইয়ের নেতৃ্ত্বে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। গুলিতে নিহত হন ওই মাওবাদী কমান্ডার।
আরও পড়ুন: কামরার জন্য করা জনস্বার্থ মামলা খারিজ বম্বে হাইকোর্টের
কাটোরিয়ার সরকারি হাসপাতালে কমান্ডারকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তার সহযোগীরা বুধিঘাট এবং কালোথারের মধ্যবর্তী জঙ্গলে পালিয়ে যায়। বাঁকার পুলিশ সুপার উপেন্দ্র নাথ ভার্মা জানিয়েছেন, নিহত মাওবাদী কমান্ডার জামুই জেলায় কর্মরত একটি নকশাল সংগঠনের এরিয়া কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে জামুই জেলার চন্দ্র মান্ডি এবং চাকাই থানায় মামলা দায়ের করা হয়েছিল।
বিহার সরকার টুডুকে গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। নিহত মাওবাদী নেতা কমান্ডার বাঁকা জেলার বুধিঘাট গ্রামের বাসিন্দা বলে খবর। বাঁকার এসপি জানিয়েছেন, মৃত মাওবাদী নেতার কাছ থেকে একটি কার্বাইন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দেওঘর এবং গাসিডিহ-সহ কমপক্ষে ১১টি মামলা টুডুর বিরুদ্ধে ছিল। এলাকায় তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছেন বাঁকার এসপি।