আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করল ইসরাইলি সেনা
ইমামা খাতুন
- আপডেট :
৯ জুন ২০২৩, শুক্রবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের প্রশাসনিক রাজধানী রামাল্লায় বিরল অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ফিলিস্তিনি চিত্র সাংবাদিক মোমেন সামরিন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ইসরাইলি সেনার একটি কনভয় রামাল্লায় প্রবেশ করে।
সেনাবাহিনী ২৬ বছর বয়সী ফিলিস্তিনি ইসলাম আল-ফারুকের বাসভবন গুঁড়িয়ে দেয়। গত বছরের নভেম্বরে জেরুসালেমের বাস স্টপে বোমা হামলার জন্য তাকে দায়ী করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। রামাল্লায় ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত ১৩ ফিলিস্তিনি আহত হন। অন্তত ছয়জনকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা বলেন, ইসরাইলি সেনার উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত লোক জড়ো হওয়ার পর সেই চিত্র সাংবাদিককে লক্ষ্য করে রাবার বুলেট চালানো হয়।
২২ বছর বয়সী সাংবাদিক মোমেন সামরিন ইসরাইলি অভিযানটি কভার করার জন্য ঘটনাস্থলে ছিলেন। তার পরিবার জানিয়েছে, রাবার বুলেটের কারণে মাথায় গভীর আঘাত পেয়েছে সুমরিন। জানা যায়, ইসরাইলি সেনার অভিযান কভার করার সময় ‘প্রেস’ লেখা জ্যাকেট গায়ে ছিল মোমেনের।
উল্লেখ্য, গত মে মাসে ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’-এর (সিপিজে) এক প্রতিবেদনে বলা হয়, ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত ২০ জন সাংবাদিক হত্যা করেছে ইসরাইলি সেনা। এদের মধ্যে ১৮ জনই ফিলিস্তিনি সাংবাদিক। তবে সাংবাদিক হত্যার জন্য এ পর্যন্ত কোনও সৈন্যকে দায়ী করেনি ইসরাইল।