টেকনোসিটি থানার ব্যারাকে এক এএসআইয়ের গুলিতে আহত অপর পুলিশ আধিকারিক

- আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: ডিউটি কার, এই তৈরি উত্তেজনা। কথাবার্তা চলার মাঝেই গুলিবিদ্ধ হলেন এক এএসআই। ঘটনায় অভিযুক্ত অপর এক এএসআই অভিজিৎ ঘোষের বিরুদ্ধে। আহত পুলিশ আধকারিক কৌশিক ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনোসিটি থানার ব্যারাকে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ডিউটি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়েছিল বলে সূত্রের খবর। বুধবার গভীর রাতের ঘটনা।
জানা গিয়েছে, ডিউটি সংক্রান্ত থানার পিসি পার্টির দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। প্রসঙ্গত শাপুরজিতে তিন জন গ্যাংস্টারকে এনকাউন্টার কাণ্ডে এই অভিজিৎ ঘোষ ছিলেন তাঁদের একজন অফিসার। তাঁরই বিরুদ্ধে এবার অভিযোগ, তিনি গুলি চালালেন আর এক এসআই কৌশিকের পায়ে।
প্রকাশ্যে থানার অফিসাররা কিছু বলতে না চাইলেও এসআই কৌশিক ঘোষ বিভিন্ন অফিসারদের বিভিন্ন সময় অপমানিত করতেন বলে একাধিক জনের অভিযোগ। প্রশ্ন এসআই এবং এএসআই দু’জনের কেউই অন ডিউটি অবস্থায় ছিলেন না। তাহলে কী ভাবে সার্ভিস রিভলবর ও কার্তুজ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।