পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মেট্রোই আত্মহত্যার চেষ্টা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। জানা গেছে, দক্ষিণেশ্বরগামী আপ লাইনে চাঁদনি চক স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। যদিও সে এখন জীবিত আছেন কি মৃত তা জানা যায়নি।
উল্লেখ্য, যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ অবধি মেট্রো চলছে। সোমবার অফিস টাইমের ব্যস্ত সময়ে এমন ঘটনায় ভোগান্তির শিকার যাত্রীরা। এদিন সকাল ১২.১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ঝাঁপ দেন তিনি। এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুদিক থেকেই মেট্রো দেরিতে ছাড়ছিল। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।