BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ বেড়েছে ৭৩ শতাংশ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাজ্যে ক্রমেই বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। সে দেশে গত বছর মুসলিমদের প্রতি বিদ্বেষপ্রসূত হামলা ৭৩ শতাংশ বেড়েছে। দেশটিতে ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী একটি সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। এমনই খবর দিয়েছে বিবিসি ও গার্ডিয়ান।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘টেল মামা’‑এর রেফারেন্স দিয়ে বিবিসি জানায়, গত বছর যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষপ্রসূত ঘটনা সম্পর্কিত ৬ হাজারের বেশি অভিযোগ পাওয়া গিয়েছে। এটি দুই বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটির প্রধান ইমান আতা বলেছেন, যুক্তরাজ্য মুসলিমদের জন্য এখন বিপজ্জনক সময়।

২০১২ সালে টেল মামা গঠিত হয়। সংস্থাটি ইসলাম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনার তথ্য সংগ্রহ ও এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুসলিম‑বিদ্বেষ সম্পর্কিত ঘটনায় নারীদের তুলনায় পুরষেরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানেরা সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের সমর্থক,এমন ধারণা বাড়ছে। এর কারণ হিসেবে ইসরায়েল‑গাজা যুদ্ধের প্রতিক্রিয়ার কথা বলছে।

প্রতিবেদনে বলা হয়, গাজাযুদ্ধ শুরু হওয়া ও সাউথপোর্ট হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষী কথাবার্তা অনেক বেড়েছে, মুসলিমদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল বলেও মিথ্যা দাবি করা হচ্ছে। সরকারের একজন মুখপাত্র এ পরিস্থিতিকে ‘খুবই উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক ঘটনা যেখানেই ঘটুক সরকার তা নির্মূল করতে চায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষের ৬ হাজার ৩১৩টি ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। এসব ঘটনার মধ্যে ৫ হাজার ৮৩৭টি অভিযোগ যাচাই করে নিশ্চিত হয়েছে টেল মামা।  টেল মামার পরিচালক ইমান আতা মুসলিমবিদ্বেষের ঘটনা কমাতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যে মুসলিমদের এক বড় অংশ সড়ক ও অনলাইনে মুসলিমবিরোধী ঘৃণার শিকার হচ্ছেন। যাঁরা শিকার হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো ও তাঁদের জন্য কাজ করা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি প্রয়োজন।’

ইমান আতা সরকারের প্রতি সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে হবে। সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এক্স এখনো ইসলামবিদ্বেষী ঘৃণা ছড়ানোর সবচেয়ে বিষাক্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে রয়ে গিয়েছে । এই প্ল্যাটফর্মে ইসলামবিদ্বেষী বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করতে দেখা যায়।’ টেল মামা সরকারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে, ‘অনলাইন ক্ষেত্রে যেসব সমস্যা বাড়ছে তা মোকাবেলা করতে হবে, যাতে এটি সবার মৌলিক অধিকারের নিরাপদ স্থান হিসেবে বজায় থাকে।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder