১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মার্সিডিজ ফিরিয়ে দিলেন আনোয়ার ইব্রাহিম

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 7

 পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন গাড়ি ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি নিজের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর জন্য কেনা মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ লিমুজিন গাড়ি নিতে অস্বীকার করেছেন তিনি। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর দফতরে থাকা যেকোনও সাধারণ গাড়ি আনোয়ার ইব্রাহিম ব্যবহার করবেন বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি একটি মার্সিডিজ এস-৬০০ গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগে কেনা হয়েছে।’ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই না আমার ওপর নতুন করে খরচ হোক।’ শনিবার রাতে সেলাঙ্গোর একটি মসজিদে নামাযের পর আনোয়ার জানান, তাঁর ব্যবহারের জন্য নতুন গাড়ি কেনা হবে না এবং তার অফিসও নয়া আসবাবপত্র কিনবে না। তিনি জানান, পাবলিক ফান্ডের অপচয়ের বিরুদ্ধে এটি একটি নতুন সংস্কৃতির   অংশ যা সবার অনুশীলন করা উচিত।

আনোয়ার বলেন, শর্ত হল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন কেনাকাটা করা যাবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১০০, ১০০০ বা ১০,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত- আপনি কতটুকু সংরক্ষণ করতে পারেন তা নিয়ে ভাবুন। আনোয়ার আরও বলেন, ‘আমি বেতন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম। এখন আরও যেটা গুরুত্বপূর্ণ তা হল আমাদের যে তহবিল আছে তা নষ্ট না করা।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন মার্সিডিজ ফিরিয়ে দিলেন আনোয়ার ইব্রাহিম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন গাড়ি ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি নিজের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর জন্য কেনা মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ লিমুজিন গাড়ি নিতে অস্বীকার করেছেন তিনি। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর দফতরে থাকা যেকোনও সাধারণ গাড়ি আনোয়ার ইব্রাহিম ব্যবহার করবেন বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি একটি মার্সিডিজ এস-৬০০ গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগে কেনা হয়েছে।’ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই না আমার ওপর নতুন করে খরচ হোক।’ শনিবার রাতে সেলাঙ্গোর একটি মসজিদে নামাযের পর আনোয়ার জানান, তাঁর ব্যবহারের জন্য নতুন গাড়ি কেনা হবে না এবং তার অফিসও নয়া আসবাবপত্র কিনবে না। তিনি জানান, পাবলিক ফান্ডের অপচয়ের বিরুদ্ধে এটি একটি নতুন সংস্কৃতির   অংশ যা সবার অনুশীলন করা উচিত।

আনোয়ার বলেন, শর্ত হল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন কেনাকাটা করা যাবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১০০, ১০০০ বা ১০,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত- আপনি কতটুকু সংরক্ষণ করতে পারেন তা নিয়ে ভাবুন। আনোয়ার আরও বলেন, ‘আমি বেতন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম। এখন আরও যেটা গুরুত্বপূর্ণ তা হল আমাদের যে তহবিল আছে তা নষ্ট না করা।’