১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
উৎকণ্ঠার প্রহর………

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ কাটছে উৎকন্ঠার প্রহর। কি হবে জানা নেই । বাইরে গুলি-গোলার আওয়াজ।
চারদিকে বারুদের গন্ধ, তার মধ্যেই পার্কিং লটের বেসমেন্টে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছে পড়ুয়ারা। একই ঘরে একসঙ্গে রয়েছেন ছেলেমেয়েরা। চোখে মুখে আতঙ্ক।
বন্ধ এটিএম। হাতে টাকা নেই, খাবার জলও প্রায় শেষ হতে চলেছে। কিভাবে বাকি দিনগুলি কাটাবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোনের চার্জ প্রায় ফুরোনোর মুখে। এই অবস্থায় কখনও পরিবারের সঙ্গে কথা হচ্ছে, আবার কখনও হচ্ছে না। পরিবারে আতঙ্কের চোখগুলো খালি ভেসে উঠছে। আদৌ কি বাড়ি ফেরা সম্ভব। সেই কথাই বার বার আরও উদ্বেগ বাড়িয়ে তুলছে।
এই রকম বীভৎস দিন যে দেখতে হবে ভাবেনি কেউই। তাও প্রতীক্ষা সব ঠিক হয়ে যাবে।