ক্যান্সারের প্রাথমিক লক্ষণ জানাবে অ্যাপ

- আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 25
পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যান্সার! নামটা শুনলেই বুকটা ধড়াস করে ওঠে সবার। যারা ভুগেছেন বা পরিবারের কাউকে আক্রান্ত হতে দেখেছেন এই মারণ রোগে, তারা জানেন এই মারণ রোগ শরীরে কামড় বসালে শুধু প্রাণ হারানো নয়, ঘটি–বাটি বেচে পথে বসতে হয় পরিবারের সদস্যদের। কিন্তু যদি শুরুতেই আঁচ করা যায় ক্যান্সার? তাহলে ফল হতে পারে ভিন্ন। এসব কথা মাথায় রেখে সম্প্রতি কলকাতায় নতুন একটি অ্যাপ উদ্বোধন করল ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘রাইজ আগেইন্সট ক্যান্সার’। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি ও ক্যান্সার সার্জন অরুনাভ সেনগুপ্ত বলেন, এই অ্যাপটি ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়তে সাহায্য করবে। অ্যাপটি উদ্বোধন করার পর অরুনাভ বলেন, শুরুতেই ক্যান্সারকে চিনতে পারলে অনেকক্ষেত্রেই এই অসুখ সেরে যায়। সাধারণ মানুষ পূর্বলক্ষণগুলি সম্পর্কে জানতে পারলে আগেই সচেতন হতে পারবেন। ক্যান্সারের চিকিৎসার খরচ বাড়ছে। কিন্তু পূর্বলক্ষণ জানিয়ে মানুষকে আগেই সচেতন করতে পারলে চিকিৎসার খরচও অনেকটা কমানো সম্ভব।
তিনি বলেন ওরাল, লাং, গায়নিকোলজিক্যাল ও ব্রেস্ট ক্যানাসের পূর্বলক্ষণ এর কথা উল্লেখ আছে এই অ্যাপে। লাং ক্যান্সারের লক্ষণ হিসেবে অনেক সময় কফের সঙ্গে রক্ত দেখা যায়। আবার স্তনের ফুলে যাওয়া বা শক্ত মাংস পিন্ড অনুভব করলে সেটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। অ্যাপেল ফোন ব্যবহারকারীদের জন্য আইওএস প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মিলবে এই অ্যাপ।
দেশ জুড়ে ক্যান্সারের সচেতনতা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি বিহারে একটি অ্যাপের উদ্বোধন করেছেন অভিনেত্রী মনিষা কৈরালা। তিনি নিজেও ক্যন্সারের সঙ্গে লড়াই করেছেন বহু বছর। ‘স্নেহ’ নামে যে অ্যাপটির উদ্বোধন করেছেন মনিষা, সেটির মাধ্যমে ক্যান্সারের রোগীরা একে অপরের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার সামাধান বের করতে পারবেন বলে জানান অভিনেত্রী। অ্যাপটি শুরু করেছে একটি এনজিও।