মাদ্রিদ, ৩০ অক্টোবরঃ ইসরাইলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। ইহুদিবাদী দেশটির একটি কোম্পানির থেকে অস্ত্র কেনার চুক্তি করেছিল সানচেজ সরকার। এই চুক্তির আওতায় ইসরাইলি কোম্পানির থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ। অবশেষে সেই চুক্তি বাতিল করল স্পেন সরকার।
স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স ইসরাইলের গার্ডিয়ান লিমিটেড থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল। গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ রাখবে।
গত সপ্তাহে কয়েকশো স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তি বাতিলের কথা ঘোষণা করে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।’ একইসঙ্গে মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি সংস্থাগুলিকে দেওয়া অন্যান্য বরাতগুলিও বাতিল করা হবে।
গাজায় এবং সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কঠোর সমালোচক স্পেন। দুই সপ্তাহ আগে, ইইউ সদস্যদের প্রতি স্পেন এবং আয়ারল্যান্ডের মত ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।