সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম এক সন্ত্রাসবাদী

- আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 22
শ্রীনগর: সেনা-জঙ্গি গুলির লড়াই উপত্যকায়। সেনার গুলিতে নিহত হয়েছে এক সন্ত্রাসবাদী। শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাতরু বনাঞ্চলে গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করেছে সেনা। পুলিশ সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে ছাতরু বনাঞ্চলে যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সেনাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় সেনাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার গুলিতে একজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
Read More: মুম্বাই হামলার ‘মাস্টার মাইন্ড’ রানার ১৮ দিনের এনআইএ হেফাজত
রাজ্যের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, “প্রতিকূল পাহাড়ি এলাকা এবং আবহাওয়া হওয়ার পরও আমাদের সাহসী সেনারা অভিযান চালায়। আমাদে সেনারা সফল হয়েছে।” গত মাসে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে উপত্যকার কাঠুয়া জেলায় অনুপ্রবেশ করে সন্ত্রাসীরা। তারপর থেকে সন্ত্রাস নির্মূল করতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। প্রসঙ্গত, ২৮ মার্চ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে চার পুলিশ কর্মী নিহত হয়েছিলেন। পাশাপাশি দুই সন্ত্রাসীবাদীকেও খতম করা হয়।