পুবের কলম, ওয়েবডেস্ক: বিপদ যেন পিছু ছাড়ছে না। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে এবার রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় জারি গ্রেফতারি পরোয়ানা। তবে শুধু রামদেবই না সঙ্গে তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণওর বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বলা বাহুল্য, পতঞ্জলির এক ওষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা চলছে কেরলের পালাক্কাড় আদালতে।
গত ১ তারিখ সেই মামলায় তাঁদের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু দুজনের কেউই হাজিরা দেননি। তারপরই আদালত পতঞ্জলির দুই কর্ণধারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রামদেব এবং বালাকৃষ্ণকে কেরলের ওই আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।