১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির সুলতানপুরীর নৃশংস ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্ত,দোষীদের ফাঁসির দাবিতে টুইট  কেজরিওয়ালের

ইমামা খাতুন
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 5

পুবের কলম ওয়েব ডেস্কঃ বর্ষবরণের রাতে এক নৃশংস মৃত্যুর সাক্ষী থাকে রাজধানী।  ভোররাতে দিল্লির কানঝাওয়ালা-সুলতানপুরীর মাঝে একটি স্কুটারকে ধাক্কা মেরেছিল একটি  গাড়ি। এরপর স্কুটার আরোহী তরুণীর ওড়না আটকে গিয়েছিল গাড়ির নীচে। সেই অবস্থাতেই তরুণীকে কয়েক কিলোমিটার রাস্তা টানতে টানতে  নিয়ে যায় গাড়িটি। ইতিমধ্যেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্তরা বলেই অভিযোগ।

 

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯ (রাশ ড্রাইভিং) এবং ৩০৪-এ (অবহেলায় মৃত্যু ঘটানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃততরা হলেন দীপক খান্না (২৬), অমিত খান্না (২৫), কৃষ্ণা (২৭), মিঠুন (২৬) এবং মনোজ মিত্তাল(২৮) । ধৃত মনোজ মিত্তাল স্থানীয় বিজেপি নেতা বলেই সূত্রের খবর। এদিকে এই তথ্য সামনে আসতেই প্রবল  অস্বস্তিতে দিল্লি বিজেপি।

 

তবে দিল্লির কানঝাওয়ালা দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার হওয়া ৫ দোষীদের বিরুদ্ধে এবার ফাঁসির দাবি তুললেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন,  ‘তরুণীর সঙ্গে যা হয়েছে তা খুবই লজ্জাজনক। দোষীদের চরম শাস্তি দেওয়া উচিত। তাদের ফাঁসি দেওয়া উচিত।’

 

তিনি আরও বলেছেন,”বিরল থেকে বিরলতম অপরাধ এটি। আমি জানি না এই সমাজ কোনদিকে এগোচ্ছে।”  এদিকে এই মৃত্যুর প্রতিবাদে সুলতানপুরী পুলিশ স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

 

এবার সেই মৃত্যুর ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে পুলিশের হাতে। তাতে দেখা যাচ্ছে কি ভাবে  মেয়েটিকে টেনে- হিঁচড়ে নিয়ে গেছে গাড়িটি।

 

প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গাড়িটি দেখেই বারবার পুলিশকে জানান তিনি। তবে, কয়েক কিলোমিটার এলাকায় একই রাস্তায় বারবার ঘুরতে থাকা গাড়িটি  আটকায়নি পুলিশ। পরিকল্পিত ভাবেই গাড়ির চাকায় আটকে যাওয়া তরুণীকে ওই ভাবে রাস্তায় ঘোরানো হয়েছে বলে দাবি।

 

তবে নির্ভয়া কাণ্ডকে টেনে মেয়েটির মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার আগে শীতের পোশাক পরে বেড়িয়েছিল, তাহলে তাঁর বিবস্ত্র দেহ কি ভাবে উদ্ধার হয়। এটা কী ধরণের দুর্ঘটনা?” এছাড়াও বহুবার তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে তাঁর পরিবার।

 

এদিন তরুণীর মা আরও বলেন, রবিবার সকালেই মেয়ের দুর্ঘটনার খবর পেলেও, রবিবার রাত পর্যন্ত মেয়ের দেহ দেখে উঠতে পারেননি তিনি।

 

প্রসঙ্গত, মৃত ওই তরুণীর নাম অঞ্জলি। কর্মসূত্রে দিল্লিতে থাকলেও আমান বিহারের বাসিন্দা সে। বেশ কয়েক বছর আগে বাবা মারা গিয়েছেন। তাঁর পরিবারে রয়েছেন, মা , চার বোন, দুই ভাই। বাবার মৃত্যুর পর অঞ্জলি নিজেই সংসারের হাল ধরেন। তিনি নিজেই একমাত্র উপার্জনকারী ছিলেন।

 

রবিবার সকালে স্কুটিতে করে যাচ্ছিলেন ২০ বছরের অঞ্জলি। সেই সময়ই একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে স্কুটিতে। তারপর গাড়ির নীচেই তরুণীর ওড়না আটকে যায়। প্রায় ১ ঘণ্টা ধরে গাড়ির নীচেই  সেইভাবে আটকে আটকে থাকা অবস্থায় তাঁকে টেনে নিয়ে যাওয়া হয়।

 

প্রায় ১২ কিলোমিটার চলার পর কানঝাওয়ালা গিয়ে তরুণীর দেহ গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়। ততক্ষণে তরুণী বিবস্ত্র হয়ে গিয়েছেন। সেখান থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়। গতরাতেই সেই মারুতি সুজুকি গাড়িটি চিহ্নিত করে পুলিশ। এবং গাড়ির পাঁচজন সওয়ারিকেই গ্রেফতার  করা হয়েছে বলে খবর।

 

এক আধিকারিক জানিয়েছেন, গাড়ির রেজিস্টার্ড নম্বরের উপর ভিত্তি করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য, তারা বুঝতে পারেনি গাড়িটি তরুণীতে এতটা রাস্তা টেনে নিয়ে গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির সুলতানপুরীর নৃশংস ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্ত,দোষীদের ফাঁসির দাবিতে টুইট  কেজরিওয়ালের

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বর্ষবরণের রাতে এক নৃশংস মৃত্যুর সাক্ষী থাকে রাজধানী।  ভোররাতে দিল্লির কানঝাওয়ালা-সুলতানপুরীর মাঝে একটি স্কুটারকে ধাক্কা মেরেছিল একটি  গাড়ি। এরপর স্কুটার আরোহী তরুণীর ওড়না আটকে গিয়েছিল গাড়ির নীচে। সেই অবস্থাতেই তরুণীকে কয়েক কিলোমিটার রাস্তা টানতে টানতে  নিয়ে যায় গাড়িটি। ইতিমধ্যেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্তরা বলেই অভিযোগ।

 

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯ (রাশ ড্রাইভিং) এবং ৩০৪-এ (অবহেলায় মৃত্যু ঘটানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃততরা হলেন দীপক খান্না (২৬), অমিত খান্না (২৫), কৃষ্ণা (২৭), মিঠুন (২৬) এবং মনোজ মিত্তাল(২৮) । ধৃত মনোজ মিত্তাল স্থানীয় বিজেপি নেতা বলেই সূত্রের খবর। এদিকে এই তথ্য সামনে আসতেই প্রবল  অস্বস্তিতে দিল্লি বিজেপি।

 

তবে দিল্লির কানঝাওয়ালা দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার হওয়া ৫ দোষীদের বিরুদ্ধে এবার ফাঁসির দাবি তুললেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন,  ‘তরুণীর সঙ্গে যা হয়েছে তা খুবই লজ্জাজনক। দোষীদের চরম শাস্তি দেওয়া উচিত। তাদের ফাঁসি দেওয়া উচিত।’

 

তিনি আরও বলেছেন,”বিরল থেকে বিরলতম অপরাধ এটি। আমি জানি না এই সমাজ কোনদিকে এগোচ্ছে।”  এদিকে এই মৃত্যুর প্রতিবাদে সুলতানপুরী পুলিশ স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

 

এবার সেই মৃত্যুর ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে পুলিশের হাতে। তাতে দেখা যাচ্ছে কি ভাবে  মেয়েটিকে টেনে- হিঁচড়ে নিয়ে গেছে গাড়িটি।

 

প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গাড়িটি দেখেই বারবার পুলিশকে জানান তিনি। তবে, কয়েক কিলোমিটার এলাকায় একই রাস্তায় বারবার ঘুরতে থাকা গাড়িটি  আটকায়নি পুলিশ। পরিকল্পিত ভাবেই গাড়ির চাকায় আটকে যাওয়া তরুণীকে ওই ভাবে রাস্তায় ঘোরানো হয়েছে বলে দাবি।

 

তবে নির্ভয়া কাণ্ডকে টেনে মেয়েটির মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার আগে শীতের পোশাক পরে বেড়িয়েছিল, তাহলে তাঁর বিবস্ত্র দেহ কি ভাবে উদ্ধার হয়। এটা কী ধরণের দুর্ঘটনা?” এছাড়াও বহুবার তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে তাঁর পরিবার।

 

এদিন তরুণীর মা আরও বলেন, রবিবার সকালেই মেয়ের দুর্ঘটনার খবর পেলেও, রবিবার রাত পর্যন্ত মেয়ের দেহ দেখে উঠতে পারেননি তিনি।

 

প্রসঙ্গত, মৃত ওই তরুণীর নাম অঞ্জলি। কর্মসূত্রে দিল্লিতে থাকলেও আমান বিহারের বাসিন্দা সে। বেশ কয়েক বছর আগে বাবা মারা গিয়েছেন। তাঁর পরিবারে রয়েছেন, মা , চার বোন, দুই ভাই। বাবার মৃত্যুর পর অঞ্জলি নিজেই সংসারের হাল ধরেন। তিনি নিজেই একমাত্র উপার্জনকারী ছিলেন।

 

রবিবার সকালে স্কুটিতে করে যাচ্ছিলেন ২০ বছরের অঞ্জলি। সেই সময়ই একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে স্কুটিতে। তারপর গাড়ির নীচেই তরুণীর ওড়না আটকে যায়। প্রায় ১ ঘণ্টা ধরে গাড়ির নীচেই  সেইভাবে আটকে আটকে থাকা অবস্থায় তাঁকে টেনে নিয়ে যাওয়া হয়।

 

প্রায় ১২ কিলোমিটার চলার পর কানঝাওয়ালা গিয়ে তরুণীর দেহ গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়। ততক্ষণে তরুণী বিবস্ত্র হয়ে গিয়েছেন। সেখান থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়। গতরাতেই সেই মারুতি সুজুকি গাড়িটি চিহ্নিত করে পুলিশ। এবং গাড়ির পাঁচজন সওয়ারিকেই গ্রেফতার  করা হয়েছে বলে খবর।

 

এক আধিকারিক জানিয়েছেন, গাড়ির রেজিস্টার্ড নম্বরের উপর ভিত্তি করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য, তারা বুঝতে পারেনি গাড়িটি তরুণীতে এতটা রাস্তা টেনে নিয়ে গিয়েছে।