কুরআন অবমাননায় রাশিয়ায় গ্রেফতার ১

- আপডেট : ২২ মে ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: রাশিয়ার ফেডারেল সিকিউরিটি ব্যুরো (এফএসবি) সে দেশের ভলগোগ্রাদ শহরে পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় মসজিদের সামনে কুরআনে অগ্নিসংযোগের ভিডিয়ো প্রকাশের পর তাকে গ্রেফতার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সেই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এফএসবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কুরআনে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছেন। ওই ব্যক্তি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার অনুরোধে এ কাজ করেছেন বলে জানান। ইউক্রেনীয় গোয়েন্দারা এজন্য তাকে ১০ হাজার রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেয় বলেও দাবি করেন তিনি। এছাড়া কিয়েভ প্রশাসনের হয়ে তিনি রাশিয়ার সামরিক স্থাপনার ভিডিয়ো তোলা-সহ অন্যান্য কাজ করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। একটি ভিডিয়োয় দেখা যায়, এফএসবি এজেন্টরা এক ব্যক্তিকে ধরে সাদা বাসে ওঠাচ্ছে। ওই ব্যক্তির মাথা ও মুখ ঢাকা ছিল।