স্বাধীনতা দিবসে প্রথম বিমানবন্দর পাচ্ছে অরুণাচল প্রদেশ

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বিশেষ উপহার ভারতের পূর্ব প্রান্তের রাজ্য অরুণাচল প্রদেশবাসীর জন্য। এই প্রথম অসামরিক বিমানবন্দর চালু হচ্ছে আগামী ১৫ আগস্ট। রাজধানী ইটানগর থেকে ১৫ কিলোমিটার দূরে হলঙ্গিতে গড়ে উঠেছে এই গ্রিনফিল বিমানবন্দর। হলঙ্গির এই বিমান বন্দর যেমন অরুণাচল প্রদেশের মানুষের জন্য একটি গর্বের বিষয় হতে চলেছে। তেমনি দেশের পূর্ব প্রান্তিক রাজ্যটিতে সহজেই স্থাপিত হবে যোগাযোগ ব্যবস্থা। এত দিন অরুণাচল প্রদেশ যেতে হলে গুয়াহাটিতে ট্রেনে বা বিমানে গিয়ে তারপর সড়কপথে দীর্ঘপথ পাড়ি দিতে হত। সেই সমস্যা এখন থেকে মিটবে বলে আশাবাদী অরুণাচল প্রদেশের বাসিন্দারা।
বিমান বন্দরটি পর্যটনেও জোয়ার আনবে বলে মনে করছে অরুণাচল সরকার। দেশের অন্যান্য প্রান্ত থেকে এতদিন অরুণাচলে আকাশপথে যেতে হলে একমাত্র ভরসা ছিল প্রতিবেশী রাজ্য অসমের উত্তর লখিমপুর জেলার লীলাবাড়ি এয়ারপোর্টের উপর। অথবা যেতে হত গুয়াহাটি বিমান বন্দরে। হলঙ্গি এয়ারপোর্ট চালু হলে আর সেই সব বিমান বন্দরে নেমে বাস বা গাড়ি ধরে সারারাত যাত্রা করে রাজধানী ইটানগরে পৌঁছানোর ঝক্কি থাকবে না। অন্যভাবে অরুণাচলবাসীদেরও রাজধানী দিল্লি বা মুম্বই, বেঙ্গালুরু যেতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অসমের বিমান বন্দরে যেতে হবে না। সরাসরি নিজ রাজ্যের বিমান বন্দর থেকেই যাত্রা করতে পারবেন। বিমান বন্দরটির রানওয়ে তৈরি হয়েছে ২৩০০ মিটার যা বোয়িং ৭৪৭ এয়ারক্র্যাফটের ওঠানামাতে যথেষ্ট।