০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
দুর্ঘটনার জের, একাধিক ট্রেনের যাত্রাপথ বদল

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হল। ট্রেনগুলি হল-১২৩৪৬ গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ১২৫০৫ কামাখ্যা–আনন্দ বিহার এক্সপ্রেস ১২৫২০ কামাখ্যা–এলটিটি এসি এক্সপ্রেস ১৫৬৩২ গুয়াহাটি–বার্মার এক্সপ্রেস ২০৫০২ নয়া দিল্লি–আগরতলা তেজাস রাজধানী এক্সপ্রেস ১৩১৭৩ শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৫৯১০ লালগড়–ডিব্রুগড় আওয়াধ অসম এক্সপ্রেস ১২৫০৭ ত্রিভানড্রাম–শিলচর এক্সপ্রেস ২২৪৫০ নয়া দিল্লি–গুয়াহাটি এক্সপ্রেস।