হিমন্ত বা শিন্ডে হবেন না তো রেভন্থ রেড্ডি? উঠছে প্রশ্ন

- আপডেট : ৬ মার্চ ২০২৪, বুধবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: ‘অপারেশন লোটাস’ বিজেপি বিরোধী সবকটি দলের কাছে আতঙ্কের মত। বিরোধী নেতাদের কেউ প্রধানমন্ত্রীকে বড় ভাই বলে ডাকলে আতঙ্কে ঘুম আসছে না অনেকেরই। সম্প্রতি তেলেঙ্গানায় গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে যেভাবে আপ্যায়ন করেছেন কংগ্রেসী মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি, তা দেখে প্রশ্ন তুলে ফেলেছে বিআরএস। রেভন্থ মোদিকে বড় ভাই বলে ডেকেছেন রাজ্যবাসীর সামনে। ওদিকে গুজরাত মডেলকে কংগ্রেস শুরু থেকে ভুয়ো বলে ডাকলেও রেভন্থ বলেছেন গুজরাত মডেল নাকি অনুকরণযোগ্য। শুধু কি তাই? যে আদানি নিয়ে পার্লামেন্টের অধিবেশন ভেস্তে দিত কংগ্রেস, সেই আদানির সঙ্গে তেলেঙ্গানার উন্নয়নের লক্ষ্যে ১২ হাজার ৪০০ কোটি টাকার চুক্তি সাক্ষর করেছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্থ। এসব দেখে বিআরএস এর প্রশ্ন রেভন্থ আবার হিমন্ত বিশ্ব শর্মার মত হয়ে যাবেন না তো? হিমন্তের মত কংগ্রেস থেকে নাম কাটিয়ে বিজেপির পোস্টার বয় হওয়ার চেষ্টা করবেন না তো? অথবা শিবসেনাকে ভেঙে টুকরো করে বিজেপির ছাতার নিচে মাথা গোঁজা একনাথ শিন্ডের মত হবেন না তো রেভন্থ?
লোকসভা ভোটের আগে মোদির আশীর্বাদ চাওয়া, বড় ভাইয়ের আসন দেওয়া নিয়ে প্রশ্ন হয়তো কংগ্রেসেও রয়েছে। তবে বিআরএস এর মত মুখ ফুটে বলছে না তারা। উল্লেখ্য, রেভন্থ রেড্ডি একসময় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সক্রিয় সদস্য ছিলেন। তাই কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর প্রশ্ন তুলেছিল অনেকেই।