আসন রফা চূড়ান্ত, উত্তরপ্রদেশে ‘ন্যায় যাত্রা’য় রাহুল-অখিলেশ

- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: রাহুল ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অখিলেশ যাদব। আসন রফা হতেই উত্তরপ্রদেশে দেখা গেল অন্য ছবি। লোকসভা নির্বাচনে একসঙ্গেই লড়বে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। সপ্তাহখানেক আগেই রাহুলের ‘ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশে ঢুকেছে। এদিনের যাত্রায় ছিলেন প্রিয়ঙ্কা গান্ধীও। সপ্তাহখানেক আগেই রাহুলের ‘ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশ প্রবেশ করলেও দেখা যায়নি এসপি প্রধান অখিলেশ যাদবকে। আসন বণ্টন নিয়ে কংগ্রেস এবং অখিলেশের দলের মধ্যে টানাটানি কারণেই যাত্রায় যোগ দেননি তিনি। তবে রবিবার রাহুল গান্ধির সঙ্গেই জনসংযোগ করেন অখিলেশ।
बदलाव की बयार है, यूपी तैयार है! #JeetegaINDIA pic.twitter.com/HqKomgiU3v
— Rahul Gandhi (@RahulGandhi) February 25, 2024
দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টিতে লড়বে কংগ্রেস। অন্য দিকে, পাশের রাজ্য মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে অখিলেশের দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন রফা চূড়ান্ত হতেই জোটের শক্তি প্রদর্শন দেখা গেল রবিবার।