এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন শাকিব, নেই মাহমুদুল্লাহ

- আপডেট : ১২ অগাস্ট ২০২৩, শনিবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করল বিসিবি। এই দলে নেই তামিম ইকবাল। কিছুদিন আগেই অবসর ঘোষণা করেও ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন তামিম। কিন্তু তাঁর চোটের কারণেই এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাইরেই রইলেন তামিম ইকবাল। তাঁর বদলে এই প্রতিযোগিতায় বাংলাদেশের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে শাকিব আল হাসান’কে।
বাংলাদেশ দলের উল্লেখযোগ্য নির্বাচন হল ২২ বছরের তানজিদ হাসান। এমার্জিং এশিয়া কাপে তানজিদ দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন। তারই পুরস্কারস্বরূপ এশিয়া কাপে বাংলাদেশের দলে জায়গা পেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘদিনের সফল ক্রিকেটার মাহমুদুল্লাহকে দলে নেয়নি বাংলাদেশ। তবে মেহেদি হাসান ও নাসুম আহমেদকে দলে নিয়েছে বাংলাদেশ। দলে নতুন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। এখনও তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়নি। তামিম নেই। তাই শাকিবকেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল।
বাংলাদেশের এশিয়া কাপের দল: শাকিব আল হাসান (ক্যাপ্টেন), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, হাসান মেহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মুহাম্মদ নাঈম, নাসুম আহমেদ।