এশিয়া কাপ সরতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে
- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: যেমনটা মনে করা হচ্ছিল, তেমনটাই সম্ভবত হতে চলেছে। রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের কারণে দুরবস্থার মধ্যে দিয়ে যাওয়া শ্রীলঙ্কা থেকে সরে যেতে পারে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়ে দিলেন, টুর্নামেন্ট আয়োজিত হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে।
এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাদের তরফ থেকে অনেকদিন আগেই আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যতক্ষন না সরকারিভাবে কিছু জানাচ্ছে, ততক্ষন এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও সিদ্ধান্ত নেবে না।
রবিবার মোহন ডি সিলভা বলেন, ‘২০২২ সালের এশিয়া কাপ খুব সম্ভবত হতে যাচ্ছে সংযুক্ত আরর আমিরশাহিতে।’ প্রসঙ্গত, ছয় দেশীয় এই প্রতিযোগিতা এবার হবে টি-২০ ফরম্যাটে। চলতি বছরে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি–২০ বিশ্বকাপের আসর। সেই কথা ভেবেই এই ফর্ম্যাটে এ বারের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্যু বদল হলেও সূচি হয়তো একই থাকবে। ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হওয়ার কথা। ফাইনাল ১১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার মুল পর্বে খেলবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান। একটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠে আসবে।