‘রাহুলের শরীরে ঢুকেছে জিন্নাহর ভূত’, কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

- আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক : কংগ্রেস ও বিরোধী দল গুলিকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতাদের মুখে বারবারই উঠে এসেছে ‘পাকিস্তান’ প্রসঙ্গ। সম্প্রতি পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি মহম্মদ আলি জিন্নাহ-র (Mohammad Ali Jinnah) নাম নিয়ে উত্তাল হয়েছিল ভোটমুখী উত্তর প্রদেশের রাজনীতি। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে ‘জিন্নাপন্থী’ বলে কটাক্ষ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার কংগ্রেস শীর্ষনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘আধুনিক জিন্নাহ’ কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sarma)।
রাহুল গান্ধীকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ-র সঙ্গে তুলনা করেন হিমন্ত। তিনি বলেন, রাহুল গান্ধীর কথাবার্তার সঙ্গে ১৯৪৭ সালে মহম্মদ আলি জিন্নাহ কথাবর্তা বলা ঢঙে অনেক মিল রয়েছে। সেই হিসেবে রাহুলকে ‘আধুনিক মহম্মদ আলি জিন্নাহ’ বলা যেতে পারে।
সম্প্রতি সংসদে কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “ওনার শরীরে জিন্নাহর ভূত ঢুকে গিয়েছে। আমি তাঁর শেষ দশদিনের বক্তব্য লক্ষ্য করেছি, ওনার মনে হয় ভারত শুধুমাত্র গুজরাট থেকে পশ্চিমবঙ্গ অবধি। কখনও তিনি বলেন ভারত অনেকগুলি রাজ্যের সমষ্টি আবার কখনও তিনি বলেন ভারত মানে গুজরাট থেকে বাংলা। তাই আমি উত্তরখণ্ড থেকে বলছি ওনার শরীরে জিন্নাহর ভূত ঢুকে গিয়েছে। ”
অসমে প্রধান বিরোধী দল কংগ্রেস। হিমন্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অসমের কংগ্রেস কর্মীরা গুয়াহাটিতে একটি বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে হিমন্তের কুশপুতুলিকা দাহ করেন।