চিনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২৭, আহত আরও ২০

- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল চিন। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি রাস্তায় রবিবার সকালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় এখনও পর্যন্তও ২৭ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২০ জনের মতো।অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উলটে অন্তত ২৭ জনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ২০ জন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতির জন্যই এদিনের দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা চলে আসেন। খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।