BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

ফিলিপাইন্সে ঘূর্ণিঝড় ট্রামিতে ৭৬ জনের মৃত্যু

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
ropical Storm Trami Philippines

ম্যানিলা, ২৫ অক্টোবর: ফিলিপাইন্সে ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

 

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। ‘ট্রামি’র দাপটে ফিলিপাইন্সের দেড় লক্ষাধিক মানুষ এখনও পর্যন্ত ঘরছাড়া। সরকারি কর্তারা জানিয়েছেন, দেশের উত্তর-পূর্ব উপকূলের স্থলভাগের কাছে ঝড়টি আছড়ে পড়ার কারণে এই অবস্থা হয়েছে। বন্যাকবলিত এলাকায় ঘরবাড়ির ছাদে আশ্রয় নেওয়া মানুষকে বাঁচাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: সদ্যজাতের নামকরণ হল ঘূর্ণিঝড় ‘দানা’- নামে,  ওড়িশায় ত্রাণশিবিরে জন্ম ১৬০০ নবজাতকের   

‘ট্রামি’ স্থানীয় ভাবে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ক্রিস্টিন’ নামে পরিচিত।

 

ইসাবেলা প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডিভিলাকানে বৃহস্পতিবার আছড়ে পড়ে এই ঝড়। যার প্রকোপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলের বিস্তীর্ণ এলাকায়। প্রবল বর্ষণে জায়গায় জায়গায় ভূমিধসও হয়।  আকস্মিক বন্যায় বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।‘ট্রামি’র প্রভাব পড়েছে ফিলিপাইন্সের প্রধান দ্বীপ লুজোনের জনজীবনের উপরেও।

 

সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে দিয়ে গিয়েছে উত্তর-পূর্বের উপকূলবর্তী অঞ্চলগুলিকে। ফিলিপাইন্সের প্রেসিডেন্ট মার্কোস বলেন, ‘অনেক এলাকায় ভূমিধস হচ্ছে।

 

আমার মনে হয় সব এলাকার মাটিই পুরোপুরি সিক্ত হয়ে গেছে, পানির নেমে যাওয়ার জায়গা নেই। নাগা এবং লাগাজপি শহর থেকে অনেক হতাহতের খবর আসছে কিন্তু আমরা সেখানে এখনও যেতে পারিনি।’ ফিলিপাইন্সের সমুদ্র তীরবর্তী অনেকগুলি গ্রামের বাড়িঘর ভেঙে পড়েছে। ফিলিপাইন্সের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়টি দক্ষিণ চিন সাগরের দিকে চলে গিয়েছে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder