০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলোম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, ক্ষতিগ্রস্ত বেশ কয়েক আবাসন   

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 5

পুবের কলম ওয়েব ডেস্কঃ কলোম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত ৮।মাঝ আকাশে  ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।  বিমানে ৮ জনই ছিলেন। তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।নিহতদের মধ্যে ৬ জন যাত্রী ও দু’ই জন ক্রু ছিল বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ভারসাম্য হারিয়ে বিমানটি একটি আবাসনে ভেঙে পড়ে ।এবং যেই এলাকায়  বিমানটি ভেঙে পড়ে, সেখানকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলেই খবর।

 

উল্লেখ্য, কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে বিমানটি তার যাত্রা শুরু করে।যাত্রার কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা যায়।তাঁদের বিমানবন্দরে ফিরে আসতে বললেও টা সম্ভব হয়ে ওঠেনি বলেই বিমান সংস্থা সূত্রে খবর। মেডেলিনের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো এক বিবৃতিতে বলেছেন যে টেকঅফের সময় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।দুর্ভাগ্যবশত, পাইলট বিমানটিকে বেশিক্ষণ আকাশে রাখতে সক্ষম হননি এবং এটি শহরের মধ্যস্থলে এসে একটি বাড়ির ওপর ভেঙ্গে পড়ে। যার ফলে  ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সাতটি  বাড়ি  এবং ছয়টি ভবন।ঘটনার পর পরই দাউদাউ করে জ্বলতে থাকে বিমান।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান দমকল কর্মীরা, তাদের তৎপরতায় আগুন নেভানো হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলোম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, ক্ষতিগ্রস্ত বেশ কয়েক আবাসন   

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কলোম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত ৮।মাঝ আকাশে  ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।  বিমানে ৮ জনই ছিলেন। তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।নিহতদের মধ্যে ৬ জন যাত্রী ও দু’ই জন ক্রু ছিল বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ভারসাম্য হারিয়ে বিমানটি একটি আবাসনে ভেঙে পড়ে ।এবং যেই এলাকায়  বিমানটি ভেঙে পড়ে, সেখানকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলেই খবর।

 

উল্লেখ্য, কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে বিমানটি তার যাত্রা শুরু করে।যাত্রার কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা যায়।তাঁদের বিমানবন্দরে ফিরে আসতে বললেও টা সম্ভব হয়ে ওঠেনি বলেই বিমান সংস্থা সূত্রে খবর। মেডেলিনের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো এক বিবৃতিতে বলেছেন যে টেকঅফের সময় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।দুর্ভাগ্যবশত, পাইলট বিমানটিকে বেশিক্ষণ আকাশে রাখতে সক্ষম হননি এবং এটি শহরের মধ্যস্থলে এসে একটি বাড়ির ওপর ভেঙ্গে পড়ে। যার ফলে  ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সাতটি  বাড়ি  এবং ছয়টি ভবন।ঘটনার পর পরই দাউদাউ করে জ্বলতে থাকে বিমান।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান দমকল কর্মীরা, তাদের তৎপরতায় আগুন নেভানো হয়।