রাতের নিউটাউনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম আরও ৩

- আপডেট : ৮ মে ২০২২, রবিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: রাতের অন্ধকারে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক আরোহীর। মৃত ভূটান সীমান্ত জয়গাঁওয়ের বাসিন্দা ড্যানিয়েল রায় (২৮)। কর্মসূত্রে সে বলাকা আবাসনে ঘর ভাড়া নিয়ে থাকতেন।
একইসঙ্গে এই পথ দুর্ঘটনার কবলে পড়ে এক মহিলা-সহ আরও দু’জনে গুরুতর আহত হয়েছেন। শেষ খবর পর্যন্ত সকলেই আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদের মধ্যে দু’জনের বাড়ি ভাটপাড়া ও খড়গপুরের।
শনিবার রাত দুটো নাগাদ নিউ টাউন অ্যাকশন এরিয়া ১-এ বলাকা আবাসন সংলগ্ন রোডের উপর ঘটে মর্মান্তিক ওই পথ দুর্ঘটনা। পুলিশের দাবি, বেপরোয়া গতিতে চলতে গিয়েই ওই দুর্ঘটনা। দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে দুই বাইকের চার জন আরোহীই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন। দুটি বাইকের সামনের অংশে দুমড়ে-মুচড়ে যাওয়া চিত্র দেখলেই সেই সংঘর্ষের মাত্রা অনুমান করা যাবে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দুটি বাইক একে অন্যের দিকে আসছিল একই রাস্তায় উপরে। দুই বাইকের গতি কাঁটা ছিল যথেষ্ট বেশি। যার জেরে ঘটে যায় মর্মান্তিক পরিণতি। মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছে পুলিশ। মৃত ড্যানিয়েল লাল রঙের একটি পালসার বাইক চালাচ্ছিলেন। সেই মুহূর্তে উল্টো দিক থেকে কালো রঙের এনফিল্ড বুলেটে চড়ে এক যুবক-যুবতী আসছিলেন। তখনই বলাকা আবাসনের সামনে ঘটে যায় এই দুর্ঘটনা।
এদিকে নিউ টাউনের চওড়া রাস্তার উপর দুটি বাইক একেবারে মুখোমুখি সংর্ঘষের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশ। এক্ষেত্রে দুই বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা, তদন্তে নেমে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে মৃত্যু হয় লেকটাউনের এক যুবক। নিউটাউনের রাস্তায় পরস্পর ঘটে যাওয়া পথ দুর্ঘটনা নিয়ে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে বিধাননগর পুলিশের। বিষয়টি নিয়ে বিধাননগর কমিশনারেটের শীর্ষ পর্যায়ের এক আধিকারিক জানান, দিনের পর দিন নিউ টাউনের রাস্তায় দুর্ঘটনা নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। কিভাবে দুর্ঘটনা রোখা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।