১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হামলা অব্যাহত ইসরাইলের, ২৪ ঘন্টায় নিহত ১৩৫

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৪ জানুয়ারী ২০২৪, রবিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: হামলা অব্যাহত ইসরাইলের। শনিবার রাত থেকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনা। একাধিক এলাকায় হামলা চালানো হয়। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরন, নাবলুস, বেথলেহেম ও কালকিলিয়া শহরগুলিতে অতর্কিত হামলা চালানো হয়েছে। গত ২৪ ঘন্টায় ইসরাইলি সেনার হামলায় নিহত হয়েছেন ১৩৫ জন। আহতের সংখ্যা ৩১২। প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ‘ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়ায় এখনও পর্যন্ত উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।’ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরাইলি হামলায় প্রায় ৬০,৩১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এখনও পর্যন্ত ফিলিস্তিনে মৃত্যু হয়েছে ২৩,৮৪৩ জনের।