অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দেবেন সানিয়া

- আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের টেনিসে ফিরতে চলেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তবে এ বার খেলোয়াড় হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে। এ বারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। প্রসঙ্গত, গত বছর অস্টেলিয়ান ওপেন খেলে টেনিসকে আলবিদা বলেন সানিয়া।
নতুন ভূমিকায় নামার আগে সানিয়া বলছেন, “টেনিস থেকে দূরে থাকা সম্ভব নয়। এখন তো আর কোর্টে নেমে খেলতে পারব না। তবে ধারাভাষ্যকার হিসেবে এই মহান খেলাটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। নিজের নতুন কাজটি সফলভাবে করতে চাই।” প্রসঙ্গত, অতীতে সানিয়ার বাবা ইমরান মির্জা একবার বলেছিলেন, “খেলার সময় থেকেই সানিয়া ধারাভাষ্য ব্যাপারটিকে উপভোগ করে। টিভিতে খেলা দেখার সময় ও ভালোভাবে লক্ষ্য করত ধারাভাষ্যকার কিভাবে খেলার বিবরণ দিছেন, খেলোয়াড় সম্পর্কে নানা তথ্য দিচ্ছেন ইত্যাদি।”