সাইবার প্রতারণার ঠেকাতে সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে সচেতনমূলক প্রচার কর্মসূচি

- আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: দিনের পর দিন বেড়েই চলেছে সাইবার প্রতারণা। জালিয়াতি সেই চক্রের খপ্পরে মূল্যবান তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। সেই তথ্য কাজে লাগিয়ে ব্যাংক একাউন্ট থেকে নিমিষেই টাকা উধাও হয়ে যায় বহু ক্ষেত্রে। আবার কখনও গোপন নথিপত্র ও ছবি হাতিয়ে ব্ল্যাকমেল করার খবর প্রকাশ্যে আসে। এই সমস্ত প্রতারণার পন্থা ঠেকাতে ও মানুষদের সচেতন করতে উদ্যোগী ‘ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং’ নামক একটি সংস্থা।
এই মর্মে বুধবার সল্টলেক সেক্টর ফাইভের তথ্য প্রযুক্তি তালুকে বিশেষ একটি পদযাত্রার আয়োজন করে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং কর্তৃপক্ষ। সচেতনমূলক ওই প্রচার কর্মসূচিতে পা সংস্থার ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত, এনকেডিএ এবং নবদিগন্তের চেয়ারম্যান দেবাশিস সেন, তথ্য প্রযুক্তি দপ্তরের যুগ্ম সচিব সঞ্জয় দাস, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, সঞ্জয় দাস, নিরুপম চৌধুরী এবং প্রধান উদ্যোক্তা সন্দীপ সেনগুপ্ত প্রমুখ।
এদিন সল্টলেকের এসডিএফ বিল্ডিং মোড় থেকে বর্ণাঢ্য পথযাত্রার মাধ্যমে সাইবার সচেতনতার প্রচার কর্মসূচি শুরু হয়। একইসঙ্গে এদিন সাইবার সিকিউরিটির ওপর একটি বই প্রকাশ করে সংস্থার কর্তা-ব্যক্তিরা। সেই বইটির নামকরণ হয়েছে ‘আনমাস্ক দ্য সাইবার রিয়েলিটি’। উদ্যোক্তারা জানাচ্ছেন, বিভিন্ন শিল্পপতি ও সাইবার বিশেষঞ্জরা এই বইতে সাইবার সিকিউরিটি নিয়ে কলম ধরেছেন।
প্রকাশিত বইটি সেক্টর ফাইভের বিভিন্ন তথ্যপ্রযুক্তির অফিসে বিতরণ করা হবে বলে জানা গেছে। সাইবার সচেতন ওই সংস্থার ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত জানান, বর্তমান সময় একটা খুদে বাচ্ছা থেকে শুরু করে প্রবীন ব্যক্তিরাও অনলাইন নির্ভর হয়েছেন। কিন্তু এই ব্যবহারকারীরা অনেকেই জানেন না কি ভাবে হ্যাকারদের থেকে সুরক্ষিত থাকবেন। মানুষকে তারই কৌশল জানাতে এদিনের এই পথযাত্রা।