১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বয়ান বদল অয়নের বাবার, সিবিআই তদন্তের দাবি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 6

পুবের কলম প্রতিবেদক: হরিদেবপুরের অয়ন খুনে নিজের বয়ান বদল করলেন তাঁর বাবা। ছেলে অয়নের সঙ্গে তার বান্ধবী ও বান্ধবীর মা উভয়ের সম্পর্ক ছিল বলে দাবি করেছিলেন তিনি। ত্রিকোণ সম্পর্কের জেরেই নিজের বান্ধবীর পরিবারের হাতে অয়ন খুন হয়েছে বলে মন্তব্য করেছিলেন। এবার সোমবার তিনি তার করা মন্তব্যে আগের সেই বয়ান বদল করলেন। অয়নের বাবার বয়ান বদলকে ঘিরে নতুন করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ছেলের খুনের সঠিক তদন্তের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এ নিয়ে অয়নের বাবার দাবি, আগের করা মন্তব্যগুলি তাঁর নয়! তাকে দিয়ে জোর করে বলানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের উপর আমার কোনও আস্থা নেই। সিবিআই তদন্ত হলে তবেই ছেলে ন্যায়বিচার পাবে।
প্রসঙ্গত, অয়নের বাবা-ই দাবি করেছিলেন, অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে তার স্ত্রী এবং মেয়ে উভয়ের সঙ্গে আমার ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ভেবেছেন অয়নকে মেরে দিলে তাদের সংসার সুখে থাকবে। এই কারণেই খুন করা হয়েছে। মা ও মেয়ে দু’জনেই আমার ছেলেকে ভালবাসে। আমার ছেলে কী করবে? একটাই তো ছেলে! এ বার কী করবে ছেলেটা? দু’জনকে একসঙ্গে কী করে চালাবে?
কলকাতার হরিদেবপুরের বাসিন্দা এবং পেশায় অ্যাপ-বাইক চালক অয়ন মণ্ডল দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। তারপরই নিখোঁজ হন তিনি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর অয়নের বান্ধবীর বাবা, মা, নাবালক ভাই-সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাথায় ভারী বস্তুর আঘাতের জেরে অয়নের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পণ্যবাহী গাড়ি ভাড়া করে তাঁর মৃতদেহ মাগুরপুকুরে ফেলে আসা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বয়ান বদল অয়নের বাবার, সিবিআই তদন্তের দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: হরিদেবপুরের অয়ন খুনে নিজের বয়ান বদল করলেন তাঁর বাবা। ছেলে অয়নের সঙ্গে তার বান্ধবী ও বান্ধবীর মা উভয়ের সম্পর্ক ছিল বলে দাবি করেছিলেন তিনি। ত্রিকোণ সম্পর্কের জেরেই নিজের বান্ধবীর পরিবারের হাতে অয়ন খুন হয়েছে বলে মন্তব্য করেছিলেন। এবার সোমবার তিনি তার করা মন্তব্যে আগের সেই বয়ান বদল করলেন। অয়নের বাবার বয়ান বদলকে ঘিরে নতুন করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ছেলের খুনের সঠিক তদন্তের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এ নিয়ে অয়নের বাবার দাবি, আগের করা মন্তব্যগুলি তাঁর নয়! তাকে দিয়ে জোর করে বলানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের উপর আমার কোনও আস্থা নেই। সিবিআই তদন্ত হলে তবেই ছেলে ন্যায়বিচার পাবে।
প্রসঙ্গত, অয়নের বাবা-ই দাবি করেছিলেন, অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে তার স্ত্রী এবং মেয়ে উভয়ের সঙ্গে আমার ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ভেবেছেন অয়নকে মেরে দিলে তাদের সংসার সুখে থাকবে। এই কারণেই খুন করা হয়েছে। মা ও মেয়ে দু’জনেই আমার ছেলেকে ভালবাসে। আমার ছেলে কী করবে? একটাই তো ছেলে! এ বার কী করবে ছেলেটা? দু’জনকে একসঙ্গে কী করে চালাবে?
কলকাতার হরিদেবপুরের বাসিন্দা এবং পেশায় অ্যাপ-বাইক চালক অয়ন মণ্ডল দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। তারপরই নিখোঁজ হন তিনি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর অয়নের বান্ধবীর বাবা, মা, নাবালক ভাই-সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাথায় ভারী বস্তুর আঘাতের জেরে অয়নের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পণ্যবাহী গাড়ি ভাড়া করে তাঁর মৃতদেহ মাগুরপুকুরে ফেলে আসা হয়।