১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অযোধ্যায় মদ, মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগী সরকারের

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু দিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। উদ্বোধনের আগেই মদ, মাংস বিক্রি নিষিদ্ধ করল যোগী সরকার। এক নির্দেশিকায় অযোধ্যা জুড়ে মদ, মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যের আবগারি মন্ত্রী নীতীন আগরওয়াল জানিয়েছেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সিদ্ধান্ত, ৮৪ কোসি পরিক্রমা মার্গে মদ বিক্রি বন্ধ। আমরা ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দিয়েছি। ১৫০-১৭৫ কিমি দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি।”
Tag :
hypothesized birthplace of Rama india located at the site of Ram Janmabhoomi principal deity of Hinduism. Ram Mandir is a Hindu temple under construction in Ayodhya uttar pradesh