২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সকলের মিলিত প্রয়াসে দেশ থেকে অপশক্তি বিতাড়িত হবে: জহর সরকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 8

শুক্রবার উর্দু আকাদেমির মঞ্চে বাম দিক নুজহাত জয়নাব, ইসতিয়াক আহমেদ রাজু, ওয়ায়েজুল হক, আহমদ হাসান ইমরান, নাদিমুল হক, জহর সরকার, শাহাবুদ্দিন হায়দার। (ছবি-খালিদুর রহিম)

আসিফ রেজা আনসারী: পশ্চিমবঙ্গ উর্দু আকাদেমি উর্দু ভাষা ও সাহিত্যের বিকাশে কাজ করে থাকে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন এই সংস্থা হাজি মুহাম্মদ মহসিন স্কোয়ারে আয়োজন করেছে ১৫তম সর্বভারতীয় উর্দু বইমেলা। সেই বইমেলার মঞ্চেই শুক্রবার সন্ধ্যায় বিশিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়।

একইসঙ্গে এ দিন বিশিষ্টদের উপস্থিতিতে দু’টি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

উর্দু আকেদেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট প্রাক্তন আইএএস ও রাজ্যসভার সাংসদ জহর সরকার, সাবেক সাংসদ ও পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক ও স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

এ দিন বক্তব্য দেওয়ার সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন প্রাক্তন আমলা ও রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি তাঁর বক্তৃতার প্রথমেই উল্লেখ করেন,অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার উর্দু কমিউনিটি অনেক ভালো অবস্থায় রয়েছে। তারপরই তিনি কেন্দ্রের শাসকদলের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে দেশের শাসনক্ষমতায় রয়েছে এক ফ্যাসিবাদী অপশক্তি। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলেই সেই পুরানো ভারতকে আমরা ফিরিয়ে আনতে পারব। আমাদের সবাইকে সচেতন হতে হবে, আর ‘শয়তানি’ শক্তির কাছ থেকে দেশকে ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, বিগত প্রায় ১০ বছরে যখন দেশকে হিন্দুরাষ্ট্র বানাতে পারেনি, তখন কখনও তা হবে না। সবাইকে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, দেশে ফের সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পুরানো পরিবেশ ফিরে আসবেই।

আহমদ হাসান ইমরান বলেন, উর্দু একটি ভারতীয় ভাষা। শুধু তাই নয়, উর্দু অনেক উন্নত ভাষা।  বিজ্ঞান, সাহিত্য ও সিনেমাতে উর্দু ভাষা ব্যবহারের অনেক চল রয়েছে।

তিনি তাঁর সাংবাদিকতা জীবনের প্রথম দিকের কথা উল্লেখ করে আরও বলেন, আগে মাত্র দু’একটা স্কুলের নাম শুনতাম। এখন অনেক উর্দু পড়ুয়া ভালো ভালো জায়গা দখল করছে। আমাদের আরও সক্রিয় হতে হবে, আর তাহলেই উর্দু ভাষা ও কমিউনিটির উন্নতি হবে। এর জন্য বাংলা ও উর্দুভাষীদের একযোগে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন ইমরান।

অন্যদিকে ওয়ায়েজুল হক বলেন, উর্দু আকাদেমির বইমেলা গোটা দেশে কাছে পরিচিতি লাভ করেছে। উর্দু আকদেমির প্রশংসা করে তিনি আরও বলেন, শিক্ষা-সম্প্রীতি ও ক্ষমতায়নের কাছে পশ্চিমবঙ্গ উর্দু আকাদেমি ভালো কাজ করছে। আমার অনুরোধ, ডব্লিউবিসিএস পরীক্ষা পাশাপাশি আগামীতে যাতে নিট, জুডিশিয়াল ইত্যাদি পরীক্ষার ফ্রি-কোচিং দেওয়া হয়।

নয়না বন্দ্যোপাধ্যায় উর্দু আকাদেমির কাজের প্রশংসা করে বলেন, বাংলার মতো উর্দুও খুব মিষ্টি ভাষা। আর আকদেমির কাজকর্মও ভালো হচ্ছে।

এ দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, আকাদেমির সেক্রেটারি নুজহাত জয়নাব, ইসতিয়াক আহমেদ রাজু,  সাংসদ নাদিমুল হক, এস.এম হায়দার, রেহানা খাতুন, মনসুর হাসান, দবীর আহমেদ প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সকলের মিলিত প্রয়াসে দেশ থেকে অপশক্তি বিতাড়িত হবে: জহর সরকার

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

আসিফ রেজা আনসারী: পশ্চিমবঙ্গ উর্দু আকাদেমি উর্দু ভাষা ও সাহিত্যের বিকাশে কাজ করে থাকে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন এই সংস্থা হাজি মুহাম্মদ মহসিন স্কোয়ারে আয়োজন করেছে ১৫তম সর্বভারতীয় উর্দু বইমেলা। সেই বইমেলার মঞ্চেই শুক্রবার সন্ধ্যায় বিশিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়।

একইসঙ্গে এ দিন বিশিষ্টদের উপস্থিতিতে দু’টি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

উর্দু আকেদেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট প্রাক্তন আইএএস ও রাজ্যসভার সাংসদ জহর সরকার, সাবেক সাংসদ ও পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক ও স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

এ দিন বক্তব্য দেওয়ার সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন প্রাক্তন আমলা ও রাজ্যসভার সাংসদ জহর সরকার। তিনি তাঁর বক্তৃতার প্রথমেই উল্লেখ করেন,অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার উর্দু কমিউনিটি অনেক ভালো অবস্থায় রয়েছে। তারপরই তিনি কেন্দ্রের শাসকদলের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে দেশের শাসনক্ষমতায় রয়েছে এক ফ্যাসিবাদী অপশক্তি। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলেই সেই পুরানো ভারতকে আমরা ফিরিয়ে আনতে পারব। আমাদের সবাইকে সচেতন হতে হবে, আর ‘শয়তানি’ শক্তির কাছ থেকে দেশকে ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, বিগত প্রায় ১০ বছরে যখন দেশকে হিন্দুরাষ্ট্র বানাতে পারেনি, তখন কখনও তা হবে না। সবাইকে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, দেশে ফের সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পুরানো পরিবেশ ফিরে আসবেই।

আহমদ হাসান ইমরান বলেন, উর্দু একটি ভারতীয় ভাষা। শুধু তাই নয়, উর্দু অনেক উন্নত ভাষা।  বিজ্ঞান, সাহিত্য ও সিনেমাতে উর্দু ভাষা ব্যবহারের অনেক চল রয়েছে।

তিনি তাঁর সাংবাদিকতা জীবনের প্রথম দিকের কথা উল্লেখ করে আরও বলেন, আগে মাত্র দু’একটা স্কুলের নাম শুনতাম। এখন অনেক উর্দু পড়ুয়া ভালো ভালো জায়গা দখল করছে। আমাদের আরও সক্রিয় হতে হবে, আর তাহলেই উর্দু ভাষা ও কমিউনিটির উন্নতি হবে। এর জন্য বাংলা ও উর্দুভাষীদের একযোগে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন ইমরান।

অন্যদিকে ওয়ায়েজুল হক বলেন, উর্দু আকাদেমির বইমেলা গোটা দেশে কাছে পরিচিতি লাভ করেছে। উর্দু আকদেমির প্রশংসা করে তিনি আরও বলেন, শিক্ষা-সম্প্রীতি ও ক্ষমতায়নের কাছে পশ্চিমবঙ্গ উর্দু আকাদেমি ভালো কাজ করছে। আমার অনুরোধ, ডব্লিউবিসিএস পরীক্ষা পাশাপাশি আগামীতে যাতে নিট, জুডিশিয়াল ইত্যাদি পরীক্ষার ফ্রি-কোচিং দেওয়া হয়।

নয়না বন্দ্যোপাধ্যায় উর্দু আকাদেমির কাজের প্রশংসা করে বলেন, বাংলার মতো উর্দুও খুব মিষ্টি ভাষা। আর আকদেমির কাজকর্মও ভালো হচ্ছে।

এ দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, আকাদেমির সেক্রেটারি নুজহাত জয়নাব, ইসতিয়াক আহমেদ রাজু,  সাংসদ নাদিমুল হক, এস.এম হায়দার, রেহানা খাতুন, মনসুর হাসান, দবীর আহমেদ প্রমুখ।