২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনের আর্জি খারিজ, ইডি হেফাজতেই মানিক

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্য প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর। মঙ্গলবার ফের মানিককে জেলে পাঠাল আদালত। ২৮ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে মানিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ দিন আদালতে অভিযোগ করা হয়, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টে প্রচুর টাকার হদিশ মিলেছে বলেএ খবর।

১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে এ দিন মানিককে আদালতে পেশ করেছিল ইডি। দিনের শুরুতে অবশ্য সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তারপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। তিনি জামিনের আর্জি জানান। অন্যদিকে, জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন করে ইডি।

এ দিন ইডির তরফে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর্থিক লেনদেনের জন্য মানিকের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করার তথ্য পেশ করা হয়। কোর্টে ইডি জানায়, মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামের মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ (জয়েন্ট) অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।

ইডির প্রশ্ন, ২০১৬-এ মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, তারপরেও কেন এই জয়েন্ট অ্যাকাউন্ট? এখনও কেন অ্যাকাউন্টে ৩ কোটি? ইডির সন্দেহ, চাকরি বিক্রিরই ৩ কোটি টাকা রয়েছে রহস্যময় জয়েন্ট অ্যাকাউন্টে। এ ছাড়াও তৃণমূল বিধায়কের ১০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। ডিইএলইডি কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র প্রতি ৫ হাজার করে নেওয়া হয় বলে দাবি করেন তদন্তকারীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিনের আর্জি খারিজ, ইডি হেফাজতেই মানিক

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল রাজ্য প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর। মঙ্গলবার ফের মানিককে জেলে পাঠাল আদালত। ২৮ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে মানিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এ দিন আদালতে অভিযোগ করা হয়, মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টে প্রচুর টাকার হদিশ মিলেছে বলেএ খবর।

১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে এ দিন মানিককে আদালতে পেশ করেছিল ইডি। দিনের শুরুতে অবশ্য সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তারপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। তিনি জামিনের আর্জি জানান। অন্যদিকে, জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন করে ইডি।

এ দিন ইডির তরফে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর্থিক লেনদেনের জন্য মানিকের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করার তথ্য পেশ করা হয়। কোর্টে ইডি জানায়, মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামের মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ (জয়েন্ট) অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।

ইডির প্রশ্ন, ২০১৬-এ মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, তারপরেও কেন এই জয়েন্ট অ্যাকাউন্ট? এখনও কেন অ্যাকাউন্টে ৩ কোটি? ইডির সন্দেহ, চাকরি বিক্রিরই ৩ কোটি টাকা রয়েছে রহস্যময় জয়েন্ট অ্যাকাউন্টে। এ ছাড়াও তৃণমূল বিধায়কের ১০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। ডিইএলইডি কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র প্রতি ৫ হাজার করে নেওয়া হয় বলে দাবি করেন তদন্তকারীরা।