বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকে! জল্পনা শুরু

- আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উত্তেজনার শেষ নেই। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ট্রেন ভারতীয় রেলের মাথার মুকুট, বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন এতদিন মাত্র দুটি রুটে ছুটলেও এবার সারা ভারত জুড়ে ছুটে বেড়াবে ট্রেনটি। আগামী বছর ১৫ আগস্টের মধ্যে ৭৫টি বন্দে ভারত চালানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিখ্যাত এই ট্রেন এবার আসছে বাংলাতেও! ট্রেনের আরামদায়ক সিটে বসে পৌঁছে যেতে পারেন দেশের কোণায় কোণায়। সেই ট্রেন এবার হাওড়া থেকেও ছাড়বে? বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু। আর তাতেই উস্কে দিচ্ছে আলোচনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে যে, শীঘ্রই এবার হাওড়া থেকেও মোট তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সফর শুরু হতে চলেছে। শুধু তাই নয়, ওই পোস্টে বন্দে ভারত এক্সপ্রেসের তিনটি রুট সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে নিয়ে আসা হয়েছে।
রুট নির্ধারণ করার সময় রেল প্রথমেই মাথায় রেখেছে বাঙালির পাহাড় প্রেম। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য পাওয়া যাবে এই ট্রেন। ফলে কলকাতা আর দার্জিলিং এর দূরত্ব অনেকখানি কমে যেতে চলেছে। তার সঙ্গে ওড়িশা যাওয়ার রুটকেও এই তালিকায় দ্বিতীয়স্থানে রাখা হয়েছে।
আসলে পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বহু মানুষ ওড়িশা যান। অনেকেই যান তীর্থ করতে তো কিছু জন যান বেড়াতে। এতদিন শতাব্দী এক্সপ্রেসের উপর নির্ভর করতে হত যাত্রীদের। কিন্তু এবার হাওড়া-ভুবনেশ্বর রুটে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন।
শুধু তাই না, জানা যাচ্ছে দিল্লি-ভোপাল এবং দিল্লি-চণ্ডীগড়ের মধ্যে চলতে থাকা ‘শতাব্দী প্রাচীন’ শতাব্দী এক্সপ্রেস ছুটতে থাকবে। যদিও এই ট্রেনের তৃতীয় রুট নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে কিন্ত কেউই এই বিষয়ে সঠিক খবর জানে না। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক পোস্টে বলা হয় যে, আগামী ডিসেম্বর মাস থেকেই নাকি রাঁচি-হাওড়া রুটে দেখা মিলবে এই ট্রেনের।
কিন্তু এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন যে, পুরোটাই সোশ্যাল মিডিয়ার জল্পনা। এখনও এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাপারটিকে রটনা বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তার বয়ান থেকে এটা স্পষ্ট যে, নিকট ভবিষ্যতে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলছে না তা পরিষ্কার।
সূত্রে খবর যে, ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-তে নতুন ৪৪টি বন্দে ভারত ট্রেন তৈরির চুক্তি হয়েছে। সেই সাথে আরো ৫৮ টি ট্রেন আপাতত টেন্ডারিং প্রসেসে রয়েছে বলে খবর। আপাতত হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সফর যে শুরু হচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।
যদিও, বন্দে ভারত ট্রেন চালানোর জন্য যে ২৭ টি রুটের কথা পরিকল্পনায় রাখা হয়েছে, সেই তালিকায় হাওড়া-ভুবনেশ্বর ও হাওড়া-রাঁচি রুটটি আছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমতাবস্থায়, অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যেও যে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে তা আশা করাই যায়।