১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে ‘বন্ধু চলো বোহেমিয়ান’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 3

বিপাশা চক্রবর্তীঃ মানুষের পাশে থাকার প্রতীজ্ঞা নিয়ে যারা এগিয়ে চলেছে তাদের মধ্যে অন্যতম হল, ‘বন্ধু চলো বোহেমিয়ান’ গ্রুপ। করোনা থেকে প্রাকৃতিক দুর্যোগ সব ক্ষেত্রেই নিজেদের বিপদের মধ্যে ঠেলে দিয়ে কাজ করে চলেছেন এই গ্রুপের সদস্যরা। সম্প্রতি শিশুদের মুখে একচিলতে হাসি ফোটাতে তাদের সঙ্গে সুখ, দুঃখ ভাগ করে নিল ‘বন্ধু চলো বোহেমিয়ান’।

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

১২ ডিসেম্বর রবিবার ধর্মতলায় গ্রুপের অ্যাডমিন পাপিয়া করের হাতে গড়া পথ শিশুদের স্কুলে প্রায় ৩০ জন শিশুর হাতে প্রাতরাশ সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই সামগ্রীর মধ্যে ছিল খাতা, পেন, পেন্সিল, ইরেজার, ড্রয়িং খাতা, কালার পেন্সিল ইত‍্যাদি। আর ছিল দুপুরে তাদের জন‍্য সামান‍্য মধ‍্যাহ্নভোজের ব্যবস্থা। সেইসঙ্গে তাদের সকলকে সঙ্গে নিয়ে আঁকা প্রতিযোগীতারও আয়োজন করা হয়। এছাড়া সম্প্রতি নদিয়ার মাঝদিয়ার স্কুলেও সেখানকার একটি ইটভাটার শিশুদের পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

বন্ধু চল বোহেমিয়ানের গ্রুপের সকল সদস্যের আহ্বান, অনেক অসুবিধার মধ্যে দিয়েই সকল সদস্যরা কাজ করে চলেছে শুধুমাত্র মনের তাগিদে। সকলের সহযোগিতা পেলে আগামীদিনে এগিয়ে চলার পথ আরও সুগম হবে।

 

 

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

বন্ধু চল বোহেমিয়ান গ্রুপ-এর বক্তব্য মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে পথ চলা শুরু। তার পর থেকে এই কাজ আর থেমে থাকেনি। করোনা যখন আছড়ে পড়েছিল, তখনও কাজ চলেছে। শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই। জেলাতেও বিস্তার লাভ করেছে। কাজের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের পাশে থাকা। তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা। আবার দৃষ্টিহীনদের স্কুলে গিয়ে সেইখানকার ভাই, বোনদের ব্যবহারের কিছু প্রয়োজনীয় জিনিস ও নিজেদের সাধ‍্য মতন তাদের মুখে খাওয়ার তুলে দেওয়ার কাজও চলেছে।

 

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

গ্রুপের অ‍্যাডমিন পিয়ালী নস্কর জানিয়েছেন, গ্রুপের ১৩ জন সদস্য তার এগিয়ে চলার শক্তি। এরা হলেন দ্রিমিতা সরকার, অমিতাভ দাশগুপ্ত, সঙ্গীতা দাস, কুহেলী নস্কর, শুভজিৎ নস্কর, পায়েল হালদার, শ্রেষ্ঠা দাস, দীপাঞ্জন সরকার, বিনোদ গোঁসাই, আকাশ সরদার, অনিতা প্রসাদ, অমিতাভ দে, এবং সায়ন ত্রিপাঠী। মানুষের ভালোবাসাই তাদের আগামীদিনে পথচলার অনুপ্রেরণা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে ‘বন্ধু চলো বোহেমিয়ান’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

বিপাশা চক্রবর্তীঃ মানুষের পাশে থাকার প্রতীজ্ঞা নিয়ে যারা এগিয়ে চলেছে তাদের মধ্যে অন্যতম হল, ‘বন্ধু চলো বোহেমিয়ান’ গ্রুপ। করোনা থেকে প্রাকৃতিক দুর্যোগ সব ক্ষেত্রেই নিজেদের বিপদের মধ্যে ঠেলে দিয়ে কাজ করে চলেছেন এই গ্রুপের সদস্যরা। সম্প্রতি শিশুদের মুখে একচিলতে হাসি ফোটাতে তাদের সঙ্গে সুখ, দুঃখ ভাগ করে নিল ‘বন্ধু চলো বোহেমিয়ান’।

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

১২ ডিসেম্বর রবিবার ধর্মতলায় গ্রুপের অ্যাডমিন পাপিয়া করের হাতে গড়া পথ শিশুদের স্কুলে প্রায় ৩০ জন শিশুর হাতে প্রাতরাশ সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই সামগ্রীর মধ্যে ছিল খাতা, পেন, পেন্সিল, ইরেজার, ড্রয়িং খাতা, কালার পেন্সিল ইত‍্যাদি। আর ছিল দুপুরে তাদের জন‍্য সামান‍্য মধ‍্যাহ্নভোজের ব্যবস্থা। সেইসঙ্গে তাদের সকলকে সঙ্গে নিয়ে আঁকা প্রতিযোগীতারও আয়োজন করা হয়। এছাড়া সম্প্রতি নদিয়ার মাঝদিয়ার স্কুলেও সেখানকার একটি ইটভাটার শিশুদের পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

বন্ধু চল বোহেমিয়ানের গ্রুপের সকল সদস্যের আহ্বান, অনেক অসুবিধার মধ্যে দিয়েই সকল সদস্যরা কাজ করে চলেছে শুধুমাত্র মনের তাগিদে। সকলের সহযোগিতা পেলে আগামীদিনে এগিয়ে চলার পথ আরও সুগম হবে।

 

 

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

বন্ধু চল বোহেমিয়ান গ্রুপ-এর বক্তব্য মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে পথ চলা শুরু। তার পর থেকে এই কাজ আর থেমে থাকেনি। করোনা যখন আছড়ে পড়েছিল, তখনও কাজ চলেছে। শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই। জেলাতেও বিস্তার লাভ করেছে। কাজের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের পাশে থাকা। তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা। আবার দৃষ্টিহীনদের স্কুলে গিয়ে সেইখানকার ভাই, বোনদের ব্যবহারের কিছু প্রয়োজনীয় জিনিস ও নিজেদের সাধ‍্য মতন তাদের মুখে খাওয়ার তুলে দেওয়ার কাজও চলেছে।

 

মানুষের পাশে থাকার ব্রত নিয়ে এগিয়ে চলেছে 'বন্ধু চলো বোহেমিয়ান'

গ্রুপের অ‍্যাডমিন পিয়ালী নস্কর জানিয়েছেন, গ্রুপের ১৩ জন সদস্য তার এগিয়ে চলার শক্তি। এরা হলেন দ্রিমিতা সরকার, অমিতাভ দাশগুপ্ত, সঙ্গীতা দাস, কুহেলী নস্কর, শুভজিৎ নস্কর, পায়েল হালদার, শ্রেষ্ঠা দাস, দীপাঞ্জন সরকার, বিনোদ গোঁসাই, আকাশ সরদার, অনিতা প্রসাদ, অমিতাভ দে, এবং সায়ন ত্রিপাঠী। মানুষের ভালোবাসাই তাদের আগামীদিনে পথচলার অনুপ্রেরণা।