হাবরায় চালু হল ‘বাংলার ভোটরক্ষা’ অ্যাপ

- আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
- / 22
জাহির হোসেন, বারাসত: ভোটার চিহ্নিত করতে এবার ডিজিটাল উদ্যোগে নামল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাবরা বিধানসভা এলাকায় চালু হল ‘বাংলার ভোটরক্ষা’ অ্যাপ। শনিবার কলতান প্রেক্ষাগৃহে এই কর্মসূচির উদ্বোধন করেন হাবরার বিধায়ক ও প্রাক্তনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
২০২৬ সালের বিধানসভা ভোটের ঠিক এক বছর আগে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। হাবরায় বিজেপির প্রভাব আগেও ছিল, তাই নতুন করে সংগঠনকে মজবুত করতেই এই পদক্ষেপ। হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘হাবরায় বহু ভিনরাজ্যের মানুষ ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় ঢুকে পড়েছে। ইতিমধ্যে কয়েক হাজার ভুয়ো নাম চিহ্নিত করা গিয়েছে। এবার অ্যাপের মাধ্যমে এই কাজ আরও গতি পাবে।’
অ্যাপটি ইতিমধ্যে হাবরার প্রায় ৮০০ জন প্রশিক্ষিত তৃণমূল কর্মীর ফোনে ডাউনলোড করানো হয়েছে। তারা প্রতিটি বুথ এলাকায় গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখছেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গেও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন, তাদের ভোটাধিকার সুরক্ষার বার্তা দিচ্ছেন। বিধায়ক বলেন, ‘দিল্লি ও মহারাষ্ট্রে বিজেপি কমিশনের মদদে ভুয়ো ভোটার এনে ভোটে কারচুপি করেছে। এবার বাংলাকে টার্গেট করছে, কিন্তু মুখ্যমন্ত্রী আগে থেকেই সতর্ক। সেই কারণে এই অ্যাপ চালু হয়েছে।’
এই কর্মসূচির পাশাপাশি ২৬ এপ্রিল ব্রিগেডে তৃণমূলের মহাজনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভোটের আগে হাবরায় তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে এবং প্রকৃত ভোটারদের রক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। কর্মীরা মানুষের বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথাও তুলে ধরছেন।