১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুন ২০২৩, শনিবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট দলের মুকুটে নতুন পালক। ঘরের মাটিতে নতুন রেকর্ড গড়ে সিরিজের একমাত্র টেস্টে আফানিস্তানকে হারাল বাংলাদেশ। লিটন দাসরা ম্যাচ জিতে নিল ৫৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে আফগানরা ১১৫ রানের বেশি তুলতে পারেনি।
টেস্ট ইতিহাসে এটাই বাংলাদেশের সবথেকে বড় জয়। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে রানের বিচারে এটি তৃতীয় বড় জয়। শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৪৫/২ অবস্থায় শনিবার খেলা শুরু করে আফগানরা। ম্যাচ জিততে তাদের আরও ৬১৭ রান দরকার ছিল। অন্যদিকে বাংলদেশের দরকার ছিল শেষ ৮টি উইকেট।

তড়িঘড়ি সেই কাজটি করে ফেলেন তাসকিন আহমেদ, সরিফুল ইসলাম, এবাদত হোসেনরা। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১১৫ রানে অলআউট হয়ে যায়। এই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রহমত শাহ। তাঁর ইনিংসে রয়েছে দুটি চার। আফগানদের ইনিংসে ধস নামান তাসকিন আহমেদ, সরিফুলরা। তাসকিন ৩৭ রানে চারটি এবং সরিফুল ২৮ রানে তিনটি উইকেট দখল করেন। উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানরা ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট দলের মুকুটে নতুন পালক। ঘরের মাটিতে নতুন রেকর্ড গড়ে সিরিজের একমাত্র টেস্টে আফানিস্তানকে হারাল বাংলাদেশ। লিটন দাসরা ম্যাচ জিতে নিল ৫৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে আফগানরা ১১৫ রানের বেশি তুলতে পারেনি।
টেস্ট ইতিহাসে এটাই বাংলাদেশের সবথেকে বড় জয়। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে রানের বিচারে এটি তৃতীয় বড় জয়। শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৪৫/২ অবস্থায় শনিবার খেলা শুরু করে আফগানরা। ম্যাচ জিততে তাদের আরও ৬১৭ রান দরকার ছিল। অন্যদিকে বাংলদেশের দরকার ছিল শেষ ৮টি উইকেট।

তড়িঘড়ি সেই কাজটি করে ফেলেন তাসকিন আহমেদ, সরিফুল ইসলাম, এবাদত হোসেনরা। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১১৫ রানে অলআউট হয়ে যায়। এই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রহমত শাহ। তাঁর ইনিংসে রয়েছে দুটি চার। আফগানদের ইনিংসে ধস নামান তাসকিন আহমেদ, সরিফুলরা। তাসকিন ৩৭ রানে চারটি এবং সরিফুল ২৮ রানে তিনটি উইকেট দখল করেন। উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানরা ১৪৬ রানের বেশি তুলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল।