১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার
  • / 6

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইলিশ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুসকিল। এবার ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ।

 

বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশই উৎপাদিত হচ্ছে এই দেশে। মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল ৬৫ শতাংশ। বাংলাদেশ সরকারের নানা কার্যকর পদক্ষেপের ফলে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মৎস্য ও প্রাণীসম্পদ বিশেষজ্ঞরা।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম জনকণ্ঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অথচ ইলিশ আহরণ এক সময় কমে গিয়েছিল।

পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইলিশ উৎপাদনের লক্ষ্যে গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে সরকার ইলিশের নিরাপদ প্রজনন ঘটানো ও জাটকা বা খোকা ইলিশ ধরা বন্ধ করা, প্রজনন মরসুমে ২২ দিন ইলিশ না ধরা, পরিবহন, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধকরণ, নভেম্বর থেকে জুন ৮ মাস খোকা ইলিশ ধরা বন্ধ করা, সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ করাসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইলিশ খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুসকিল। এবার ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ।

 

বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশই উৎপাদিত হচ্ছে এই দেশে। মাত্র চার বছর আগেও এই উৎপাদনের হার ছিল ৬৫ শতাংশ। বাংলাদেশ সরকারের নানা কার্যকর পদক্ষেপের ফলে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মৎস্য ও প্রাণীসম্পদ বিশেষজ্ঞরা।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম জনকণ্ঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অথচ ইলিশ আহরণ এক সময় কমে গিয়েছিল।

পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইলিশ উৎপাদনের লক্ষ্যে গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে সরকার ইলিশের নিরাপদ প্রজনন ঘটানো ও জাটকা বা খোকা ইলিশ ধরা বন্ধ করা, প্রজনন মরসুমে ২২ দিন ইলিশ না ধরা, পরিবহন, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধকরণ, নভেম্বর থেকে জুন ৮ মাস খোকা ইলিশ ধরা বন্ধ করা, সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ করাসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে।