১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাংলাদেশে ভোট পড়ল ২৭.১৫ শতাংশ: নির্বাচন কমিশন

কিবরিয়া আনসারি
- আপডেট : ৭ জানুয়ারী ২০২৪, রবিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: পড়শি বাংলাদেশে চলছে সরকার নির্বাচনের প্রক্রিয়া। রবিবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিকেল তিনটা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ২৭.১৫ শতাংশ বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিক বৈঠকে বলেন, বিকেল ৩টে পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ২৭ দশমিক ১৫ ভাগ। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ২৬, সিলেটে ২২, বরিশালে ৩১, খুলনায় ৩২, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।